ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

দেশে পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

স্টাফ রিপোর্টার
১১ জানুয়ারি ২০২৫, শনিবার

দেশে প্রথমবারের মতো মানবদেহে ‘ব্যাট-রিওভাইরাস’ নামক এক ধরনের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সমপ্রতি নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে আসা ৪৮ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে আক্রান্ত সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল আইইডিসিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, খেজুরের কাঁচা রস খেয়ে প্রতিবছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমন লক্ষণ দেখে সমপ্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করে আইইডিসিআর। এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও পাঁচ জনের শরীরে পাওয়া গেছে নতুন এ ভাইরাসটি।
তিনি বলেন, দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া গেছে। কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না। এই গবেষণা এসব রোগীর চিকিৎসায় কাজে দেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, বিভিন্ন মিডিয়ায় সকাল থেকেই প্রচার হচ্ছে যে, দেশে প্রথমবার রিওভাইরাস শনাক্ত হয়েছে। ব্যাপারটি আসলে এরকম নয়। রিওভাইরাসের সাধারণত ৯টি ধরন হয়। এর মধ্যে ৪টি ধরন মানবদেহে পাওয়া যায়। আর বাকিগুলোর অস্তিত্ব এখন পর্যন্ত মানবদেহে পাওয়া যায়নি। আর রিওভাইরাসেরই একটি ধরন ব্যাট-রিওভাইরাস, যা বাংলাদেশে প্রথমবারের মতো পাওয়া গেছে। 

তিনি বলেন, রিওভাইরাসের উপস্থিতি বাংলাদেশে অনেক আগে থেকেই আছে। রোটা ভাইরাসও রিওভাইরাসের একটি ধরন, যেটি আক্রান্তের কথা দেশের সচরাচরই শোনা যায়। তবে ব্যাট রিওভাইরাস দেশে প্রথম। এ ভাইরাসের উপস্থিতি সাধারণত বাদুড়ে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে নতুন রোগ সৃষ্টিকারী জীবাণুর ওপর নিয়মিত গবেষণার অংশ হিসেবে এ নমুনা সংগ্রহ করা হয়েছিল। যেই পাঁচজনের মধ্যে আমরা ভাইরাসের উপস্থিতি পেয়েছিলাম তারা খুব স্বল্প সময়ের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

পাঠকের মতামত

যত ভাইরাস শিতে আসে, গরম আসলে আবার চলে যায় এইসব নাটক বন্দ করেন, ঢেংগুতে মারা যাচ্ছে সেই টা পারে না এখন নতুন ভাইরাস আসছে। এসব ভুয়া মানুষ মারা ফাদ।

Rubayet
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪:৪৩ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status