বিনোদন
লন্ডন যাত্রা বাতিল করে নিপুণকে ঢাকায় ফেরত
স্টাফ রিপোর্টার
১১ জানুয়ারি ২০২৫, শনিবার৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর একদমই আড়ালে চলে যান চিত্রনায়িকা নিপুণ। তার দেশে থাকা না থাকা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছিল। তবে গতকাল শুক্রবার লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়তে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি। তবে সেখানে তাকে আটকে দেয়া হয়। লন্ডন যাত্রা বাতিল করে তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূরই বাহার জানান, নিপুণের শুক্রবার সকাল সাড়ে ১০টার বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তিতে তাকে যাত্রা করতে না দিয়ে আটকে দেয়া হয়। বিমানবন্দরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। পরে তাকে ছেড়ে দেয়া হলে তিনি ঢাকায় ফেরত যান। ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে গতকাল পর্যন্ত লন্ডন যেতে চাওয়ার বিয়ষটিকে ভুল খবর বলে তিনি জানান। নিপুণ বলেন, ভুল তথ্য ছড়াচ্ছে। আমাকে আটক কিংবা জিজ্ঞাসাবাদ করা হয়নি। এ বিষয়ে আর কথাই বলতে চাই না। প্রসঙ্গত, বিগত সরকারের শাসনামলে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় ছিলেন অভিনেত্রী নিপুণ। দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেতো তাকে। এমনকি রাজনৈতিক দলটির নাম ব্যবহার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বিভিন্ন সময় নিজের প্রভাব বিস্তার করতেন নিপুণ। বিশেষ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের ছত্রছায়ায় তিনি বেপরোয়া হয়ে উঠেছিলেন বলেও অভিযোগ রয়েছে। গত ৫ই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে চলে যান নিপুণ।