বিনোদন
২০০ পর্বে ‘দেনা পাওনা’
স্টাফ রিপোর্টার
১১ জানুয়ারি ২০২৫, শনিবারদীপ্ত টিভি’র জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’র ২০০ পর্ব প্রচার হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে অনুপ্রাণিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আফিফা মোহসিনা অরণি, সংলাপ লিখেছেন কলিন রড্রিক। আশিস রায়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভীন সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস প্রমুখ।