ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মেহেরপুরে নিয়োগ পরীক্ষায় ৮ ভুয়া পরীক্ষার্থী আটক

মেহেরপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

মেহেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ৭১টি চাকরির পদে লিখিত নিয়োগ পরীক্ষায় ভুয়া আটজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তারা হলেন- শেরপুর জেলার একরামুল আলীর ছেলে রাকিবুল হাসান মজিদ, নাজিমুদ্দীনের ছেলে গোলজার হোসেন, নীলফামারীর নুরুল হকের ছেলে আরিফুল ইসলাম, দিনাজপুরের মোটা বাবুর ছেলে শ্যামল চন্দ্র, গিরিশ চন্দ্রের ছেলে খগেন চন্দ্র, রংপুর জেলার মৃত আব্দুল মোল্লার ছেলে রকিবুল ইসলাম, গাইবান্ধা জেলার নুরুনবী মিয়ার ছেলে নূর মওলা ও ঝিনাইদহ জেলার দিলিপ দেবনাথের ছেলে দিবশ দেবনাথ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি। জানা গেছে, শুক্রবার সকালে পূর্ব নির্ধারিত সময়ে মেহেরপুর শহরের ছয়টি কেন্দ্রে ৪ হাজার ২৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। সকাল ১১টার দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরীক্ষার হলে উপস্থিত হাজিরা নেয়ার সময় আটজন পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না থাকায় তাদের সন্দেহ হয়। পরে কক্ষ পরিদর্শকরা বিষয়টি পল্লী বিদ্যুৎ ও জেলা প্রশাসককে জানালে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নকল পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেয়ার অপরাধে তাদের কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে পুলিশ পাহারায় তাদেরকে কারাগারে পাঠানো হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status