ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ফকিরহাটে ১৭টি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

চিংড়ি প্রক্রিয়াজাতকরণ, পাটকল, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সিরামিকসহ বিভিন্ন পণ্য রপ্তানিকারক ১৭টি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর দাবি জানিয়েছে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। শুক্রবার সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে বন্ধ কারখানার সামনে আয়োজিত মানববন্ধন থেকে শ্রমিকরা এ দাবি জানান। এ সময় কর্মরত প্রায় ১৫ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে দ্রুত এগুলো খুলে দেয়ার দাবি করেন। লখপুর গ্রুপের কর্ণধার এস এম আমজাদ হোসেন বলেন, ২০১২ সালের দিকে খুলনা ও বাগেরহাটের আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে ক্ষমতাসীন শেখ পরিবার ও তাদের মদদপুষ্ট ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাসের সীমাহীন চাঁদাবাজি ও অত্যাচারের কারণে লখপুর গ্রুপের প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছিল না। তারা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আধিপত্য বিস্তার করে প্রতিষ্ঠানগুলো তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এতে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শতভাগ রপ্তানিমুখী এসব প্রতিষ্ঠানে প্রশাসনের বিভিন্ন সংস্থা যেমন কাস্টমস কর্তৃপক্ষ, দুদক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে নানা রকম হয়রানি ও মিথ্যা অভিযোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো একে একে ধ্বংস করে দেয়। তিনি বলেন, ২০২১ সালে আওয়ামী লীগের ওই চক্রটি চলমান একটি ঋণের বিপরীতে আমার সমস্ত সম্পদ দখল করতে আদালতে বানোয়াট মামলা করে। এমনকি একটি গোয়েন্দা সংস্থা আমাকে ভয়ভীতি দেখিয়ে দেশ ছাড়া করে। কিন্তু আমি জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে সকল মামলার বিরুদ্ধে লড়াই করছি। দুদকে যেসব ঋণ হিসাব নিয়ে মিথ্যা মামলা করেছিল, তা সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছি। এখন আমার ব্যাংক হিসাব এবং ব্যবসায়িক নিবন্ধন খুলে দিলে ব্যবসা করতে পারবো। তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ফলে দক্ষিণাঞ্চলের এ এলাকায় ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status