বাংলারজমিন
ধামরাইয়ে বিএনপি’র জনসভা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, শনিবারধামরাইয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ডে এ সভার আয়োজন করে সুতিপাড়া ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদল। এতে সুতিপাড়া ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এমএ জলিল, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, ধামরাই উপজেলা সাবেক সহ-সভাপতি খন্দকার আইযুব, ঢাকা জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ প্রমুখ। এ সভাকে ঘিরে সকাল থেকে ওই এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দুপুর গড়াতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দেন নেতাকর্মীরা। এ সময় বিশাল স্ট্যান্ড চত্বরটি লোকে কানায় কানায় ভরে যায়। সভায় প্রধান অতিথি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য জনমত গড়তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে অধিক পরিশ্রমী হয়ে কাজ করতে হবে। বিএনপি জনগণ ও উন্নয়নের সরকার। তাই দেশ উন্নয়নে বিএনপি’র বিকল্প নেই। এ সময় তিনি আরও বলেন, বিগত স্বৈারাচার সরকার দেশকে ধব্বংস করে নিজেদের পকেট ভারী করেছে দেশের মানুষকে বিপদে ফেলে তারা দেশ থেকে পালিয়েছে। তাই স্বৈরাচার সরকারের প্রধান ও তার দোসরদের এদেশের জনগণ তাদের ছাড় দিবে না বলে জানান তিনি।