বাংলারজমিন
ফটিকছড়িতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, শনিবারচট্টগ্রামের ফটিকছড়িতে বালু উত্তোলনে বাধা দেয়ায় দুলায়েত হোসেন প্রকাশ দুলাল (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় বালু খেকোদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বাগানবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভূজপুর থানায় নিহতের ছেলে আব্দুস জব্বার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন ভূজপুর থানার ওসি মাহবুবুর রহমান। জানা যায়, সকালে বাগানবাজার ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া রুপাইছড়ি খালের পাশে খতিয়ানভুক্ত জায়গা থেকে বালুখেকোরা বালু উত্তোলনের সময় দুলায়েত বাধা দিলে তারা বালুর মেশিনের লোহার প্যাডেল দিয়ে আঘাত করলে তিনি মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার রামগড় হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের জায়গা থেকে বালু উত্তোলনে বাধা দেয়ায় তাকে বালুখেকোরা আঘাত করে। পরে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করে।