ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

খুনি হাসিনার বিচার করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে: রিতা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১১ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার টানা ১৬ বছরের দুঃশাসনের কথা ভুলে গেলে চলবে না। হত্যা, গুম, হামলা-মামলাসহ এমন কোনো অপরাধ নেই যা সে করেনি। তার বিচার এই বাংলাদের মানুষ দেখতে চায়। খুনি হাসিনার বিচার করতে গেলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আর গণতান্ত্রিক সরকারের দল হবে একটাই সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নে  ভাকলা এলাকায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রিতা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ এখনো পাইনি। তাই আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে।  বিগত ১৫ বছর ভোটবিহীন ড্যামি নির্বাচন দিয়ে মানিকগঞ্জ থেকে ধানের শীষকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। এখন আমাদের দায়িত্ব ধানের শীষকে আবার ঘরে  তোলা। আফরোজা খান রিতা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বার্তায় বার বার একটি কথা বলছেন জনগণের কাছে যাওয়ার জন্য। কারণ বিএনপি হচ্ছে জনগণের দল। যে দল সবসময় জনগণের কথা চিন্তা করে। আফরোজা খান রিতা আরও বলেন, বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কোনো কালিমা যেন দলের ওপর না পড়ে আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রেখে দলের জন্য কাজ করতে হবে। আফরোজা খান রিতা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে  বলেন, আমরা যদি সরকার গঠন করতে না পারি তাহলে কোনো লাভ হবে না। প্রতিটি মুহূর্তে আওয়ামী লীগের দুঃশাসনের কথা আমাদের স্মরণ রাখতে হবে। তারা পুরো দেশটাকে কারারুদ্ধ করে ফেলেছিল। একের পর এক মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়িছাড়া করে রেখেছিল দীর্ঘ ১৭ বছর। সেগুলো ভুলে গেলে চলবে না। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জজ কোর্টের পিপি ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট নূরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী লাভলু, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। অনুষ্ঠানে ইউনিয়ন, উপজেলা  এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status