অনলাইন
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা
মাজার, বাউল সংগীত ও কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৯ পূর্বাহ্ন
মাজার, বাউল সংগীত ও কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার সকালে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘মাজার, বাউল সংগীত ও কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও (হামলা) হচ্ছে, তবে সব জায়গায় না। একটি জায়গায় হলেও আমরা টলারেট (সহ্য) করব না। আমরাদের অবস্থানটা খুব পরিষ্কার—এই ব্যাপারে শূন্য সহিষ্ণু।’
তিনি বলেন, 'শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে প্রতি মাসে অনেকগুলো আয়োজন হচ্ছে। কোনো মাসে ৫২, ৭০, ৭৫। বাউলদের ব্যাপারে সুনির্দিষ্ট করে বলতে পারি, এই মাসে ১২টি সাধু মেলা ছিল, আমরা আগামী মাসে দ্বিগুণ করেছি। আগামী মাসে ২৪টি সাধু মেলা হবে। এটা আমাদের উদ্যোগ। এ ছাড়া, বেসরকারি উদ্যোগে হতেই থাকবে।’
শিল্প-সংস্কৃতির ব্যাপারে অন্তর্বতীকালীন সরকারের অবস্থান পরিষ্কার বলে উল্লেখ করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বাউল বা সাধু মেলার নামে গাঁজার আসর স্থানীয়দের ব্যবসা এটা মোটেই ভাল না। এসব বন্ধ হওয়া দরকার।
ওনাকেতো মনে হয় উনি বাউল সম্রাট হয়ে গেছেন। উনি বোছেন না এই সব সাংশকৃতি মানুষের কোনো কল্যাণ বয়ে আনেনা ধংশো ছারা।
অন্তর্বর্তী সরকারের আমলে মাজার, দরবার এবং সূফী বাউলরা তথা কথিত তৌহিদী জনতার হামলার শিকার হচ্ছেন।