অনলাইন
দুর্গাপুরে পুলিশের এসআইকে হত্যা
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
(২ সপ্তাহ আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১:০৮ অপরাহ্ন
নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ওই পুলিশ উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার জন্য বাসা থেকে বের হন তিনি। পথিমধ্যে এলাকার কিছু দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার সুমি বলেন, তার শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।’