অনলাইন
ইউক্রেনের জনবহুল বসতি এলাকায় আছড়ে পড়ল রুশ বোমা, নিহত ১৩
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৭ পূর্বাহ্ন
রাশিয়ার বিরুদ্ধে জনবসতিপূর্ণ এলাকায় একাধিকবার হামলার অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু তাতে কর্ণপাত করেনি মস্কো। অভিযোগ অস্বীকার করলেও বারবার জনবহুল এলাকাতেই আঘাত হেনেছে তারা। এবারও ইউক্রেনের জনবহুল আবাসন এলাকা জাপোরিঝজিয়া শহরে আকাশপথে আক্রমণ চালায় রুশ বাহিনী। সেখানকার একাধিক আবাসন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই হামলায় মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত হয়েছেন আরও অনেকে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম পেজে পোস্ট করা গ্রাফিক ফুটেজে দেখা গেছে, শহরের রাস্তায় রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি পরিষেবা দিচ্ছেন চিকিৎসকেরা।
জেলেনস্কি লিখেছেন, ‘সাধারণ নাগরিকদের ক্ষতি হবে জেনেও একটি শহরে বোমা হামলার চেয়ে নৃশংস আর কিছু হতে পারে না।’
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় টেলিগ্রামে বলেছে, হামলায় বহু উঁচু আবাসিক ব্লক, শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাবশেষগুলো একটি ট্রাম ও বাসের ওপর আছড়ে পড়ে যার ভেতরে যাত্রীরা ছিলেন। প্রাণহানির জন্য জাপোরিঝজিয়া শহরে একদিনের শোকদিবস ঘোষণা করেছেন সেখানকার গভর্নর ইভান ফেডোরভ। কিন্তু পিছিয়ে নেই ইউক্রেনের সেনাও। এই হামলার পাল্টা দিয়ে রাশিয়াতেও আক্রমণ চালিয়েছে কিয়েভ। রাশিয়ার জ্বালানি কেন্দ্রে আঘাত হেনেছে ইউক্রেনের সেনা। দীর্ঘ সময় ধরে চলা এই লড়াইয়ে এখনও পর্যন্ত কিয়েভ দখল করতে পারেনি রুশ ফৌজ।
এদিকে, অস্ত্রের জোগান কমে এলেও পাল্টা মার দিয়ে রণক্ষেত্রের ছবি বদলে দিয়েছে জেলেনস্কি বাহিনী। তাদের বিরুদ্ধে লড়াই করতে বেশ বেগ পেতে হচ্ছে রুশ বাহিনীকে। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। প্রায় ১২ হাজার সেনা পাঠিয়েছিলেন তিনি।
সূত্র: বিবিসি