বিনোদন
মুম্বইয়ে ফের শুটিং
বিনোদন ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবারআগামী ঈদে মুক্তি পাবে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘বরবাদ’। এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালকে। এর আগে ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা যীশু সেনগুপ্ত। ইতিমধ্যে সিনেমাটির প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। গত বছর অক্টোবরে মাসখানেকের সফরে মুম্বই যান শাকিব। সেখানে ২৮ দিন সিনেমার প্রথম পর্বের শুটিং করেন তিনি। এবার বাকি অংশের কাজ করতে দু-একদিনের মধ্যেই আবারো মুম্বইয়ে উড়াল দিচ্ছেন এই সুপারস্টার। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, খুব শিগগিরই এই সিনেমার দ্বিতীয় পর্বের শুটিং শুরু হবে। দুই সপ্তাহ সময় নিয়ে চলবে ছবির বাকি অংশের কাজ। ইতিমধ্যে যতটুকু কাজ করেছি, আমার বিশ্বাস দর্শক পছন্দ করবেন। গেল ডিসেম্বরে ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের লুক পোস্টার রিভিল হয়। এ নায়ক বলেন, ‘বরবাদ’ যে আয়োজনের ছবি তা অতীতের সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এর আগে ‘প্রিয়তমা’র ভালোবাসা পেয়েছি, ‘তুফান’ করেছি। ‘বরবাদ’ সব কিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে। ‘বরবাদ’ তেমনই ছবি।