ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

অভিবাসীদের ডিঙ্গি নৌকায় জন্ম নিলো নবজাতক

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫৬ অপরাহ্ন

mzamin

স্পেনের উপকূলে একটি অভিবাসীদের নৌকায় জন্ম নিয়েছে এক নবজাতক। উপকূলরক্ষীরা জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জগামী অভিবাসীদের একটি ছোট ডিঙ্গি নৌকায় জন্ম নেয় ওই নবজাতক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নবজাতকটির একটি ছবিও প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। তারা জানিয়েছে অভিবাসীদের ভিড়ের মধ্যে জন্ম নেয়া ওই নবজাতক ছেলে শিশু। ছবিতে দেখা গেছে অন্যান্য অভিবাসীদের সঙ্গে মায়ের পাশে রয়েছে ভূমিষ্ঠ হওয়া ওই নবজাতকটি। গত ৬ জানুয়ারি প্রথম অভিবাসীদের বয়ে চলা ওই নৌকাটিকে দেখতে পায় উপকূলরক্ষীরা। তাদের ধারণা শিশুটির জন্মের পরই নৌকাটি উপকূলে পৌঁছেছে। স্পেনে ওইদিন এপিফ্যানি ছুটি চলছিল। এপিফ্যানিতে স্থানীয় শিশুরা ঐতিহ্যগতভাবে থ্রি কিংসের কাছ থেকে উপহার পায়। উপকূলরক্ষীদের জাহাজ এসে ওই মা ও তার শিশুকে সুস্থ অবস্থায় পায়। অভিবাসীবাহী নৌকাটিতে ১৪ জন নারী ও ৪ শিশুসহ মোট ৬০ জন আরোহী ছিলেন। উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেন বলেছেন, তারা জানতেন যে- জাহাজে একজন গর্ভবতী নারী ছিলেন, কিন্তু সেখানে যাওয়ার পর সম্পূর্ণ নগ্ন শিশুকে দেখে তারা বেশ অবাক হন যে কিনা মাত্র ১০, ১৫ বা ২০ মিনিট আগে জন্মগ্রহণ করেছিল।

ডোমিঙ্গো ট্রুজিলো বলেন, যখন তারা সেখানে পৌঁছায় তখন মা বস্তাবন্দী ভেলার মেঝেতে শুয়ে ছিলেন এবং সদ্য জন্ম নেয়া শিশুটিকে অন্য যাত্রী ধরে রেখেছিলেন। পরে ডাক্তারের পরামর্শে, শিশু ও তার মাকে হেলিকপ্টারে করে ল্যাঞ্জারোতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অন্য কোনও জটিলতার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে সাগর পাড়ি দেওয়ার এই রুটটি ভয়াবহ বিপজ্জনক। ২০২৪ সালে অ্যাটলান্টিক ও ভূমধ্যসাগর পেরিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে গিয়ে ১০ হাজার ৪৫৭ জন অনিয়মিত অভিবাসী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status