ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

বই প্রকাশনা অনুষ্ঠানে সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী

ব‍্যারিস্টার নাজির আহমদের ক্ষুরধার লেখনী আইনাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৮ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সিনিয়র বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের বাইরে যে কয়জন বাংলাদেশি দেশের জন‍্য সুনাম কুড়িয়ে আনছেন তাদের মধ্যে ব‍্যারিস্টার নাজির আহমদ অন‍্যতম। তার সঙ্গে আমার পরিচয় ও ঘনিষ্ঠতা ২০০৫ সাল থেকে। পরিচয়ের সময়ই তার মেধার স্বাক্ষর পেয়েছি। তার ক্ষুরধার লেখনী বাংলাদেশের আইন ও সাংবিধানিক জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

বিশিষ্ট লেখক, সংবিধান বিশেষজ্ঞ ও বৃটেনের প্র্যাকটিসিং ব্যারিস্টার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ রচিত গ্রন্থ 'তীক্ষ্ণ দৃষ্টিতে বাংলাদেশের সংবিধান' এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।

গতকাল বুধবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এ প্রকাশনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 

তিনি বলেন, প্রকাশিত বইয়ে তিনি বাংলাদেশের সংবিধানের অসঙ্গতিগুলো অত‍্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তার বইতে সংবিধান নিয়ে চিন্তা করেন এমন লোকদের চিন্তার জগতে ধাক্কা দেয়ার মতো অনেক কিছু আছে। আইন ও সংবিধানের সাথে সংশ্লিষ্ট সবাই এই বই থেকে উপকৃত হবেন বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের বিচারপতি এএফএম আব্দুর রহমান এবং সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক সিনিয়র বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ইকতেদার আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন, ব্যারিস্টার মোজাক্কির হোসেন, সিলেট জেলা বারের সাবেক সেক্রেটারি ও সহকারী এটর্নি জেনারেল একেএম সেলিম প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে ইকতেদার আহমদ বলেন, রাষ্ট্রীয় নিয়োগের ক্ষেত্রে অনেক সময় সংবিধান মানা হচ্ছে না। এটি দুঃখজনক। ব‍্যারিস্টার নাজির আহমদের সাথে আমার পরিচয় ও সম্পর্ক দীর্ঘদিনের। অনেক দূরে থেকেও যে তিনি বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান নিবিড়ভাবে নিয়ে চিন্তা করেন এই বই তার প্রকৃষ্ট প্রমাণ।

অনুষ্ঠানে গ্রন্থকার ব্যারিস্টার নাজির আহমদ বলেন, প্রকাশিত গ্রন্থে আমি চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করতে পারে বাংলাদেশের সংবিধানের এমন খুঁটিনাটি বিষয় ও অসঙ্গতিগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন প্রয়োজনে পৃথিবীর ৬৩টি দেশ সফর করেছি। বিদেশ ভ্রমণে আমার অন‍্যতম প্রধান লক্ষ্য থাকে সেদেশের কৃষ্টি, কালচার ও সংবিধান সম্পর্কে জানা। সংবিধান নিয়ে আমার আগ্রহ সেই ছোটবেলা থেকেই। পরিবর্তিত পরিস্থিতিতে সংবিধান নিয়ে আমার ভাবনা, আমাদের সংবিধানের অসঙ্গতিগুলো এবং বিভিন্ন উৎস থেকে লব্ধজ্ঞান থেকে সংবিধানের চৌম্বক অংশগুলো এই বইতে আলোকপাত করার চেষ্টা করেছি।

 

সভাপতির বক্তব্যে বিচারপতি এএফএম আব্দুর রহমান বলেন, সংবিধান নিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা করে এগুতে হয়। জুলাই গণঅভ্যুত্থানের এখন পর্যন্ত আইনি লিখিত কোনো দলিল নেই, যা ভবিষ্যতে আইনি সংকট সৃষ্টি করতে পারে। তিনি অনতিবিলম্বে প্রোক্লেমেশন জারিরও আহ্বান জানান। বিচারপতি এএফএম আব্দুর রহমান ব‍্যারিস্টার নাজির আহমদকে একজন মেধাবী আইনজীবী হিসেবে উল্লেখ করে বলেন, তার কাছ থেকে জাতি আরো অনেক কিছু পাবে বলে আশা করি। উপস্থিত সবাইকে ধন‍্যবাদ জানিয়ে ব‍্যারিস্টার নাজির আহমদ ও তার বইয়ের সফলতা কামনা করেন। 

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি জজ ইকতেদার আহমদ ও প্রকাশ অনুষ্ঠানের সভাপতি বিচারপতি এফএম আব্দুর রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। শতাধিক আইনজীবী প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

১০

সহযোগীদের খবর/ হাসিনাকে রেখেই এগোবে ভারত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status