ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

শিবগঞ্জে পতাকা বৈঠক, সীমান্তে বেড়া নির্মাণ থেকে সরে গেছে বিএসএফ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

(২ সপ্তাহ আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ৯:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় তিন দফা বিজিবি-বিএসএফ অনুষ্ঠিত হয়েছে। শেষদফা বৈঠক শেষে কাঁটাতারের বেড়া নির্মাণ করা থেকে সরে গেছে বিএসএফ। বুধবার দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে বিজিবি-বিএসএফ'র অধিনায়ক পর্যায়ের তৃতীয় দফা পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিজিবি'র ৫৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চৌকা বিওপির অধীনস্ত পিলার নং ১৭৭ এর ১এস, ২ এস এলাকায় ১২শ’ গজ এলাকায় কাঁটাতারের কোন বেড়া নেই। গত দুদিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারের বেড়া দেয়ার জন্য মাটি খনন কাজ করছিল। এতে বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং তাঁরা কাজ বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু আজও সকালে যখন তাঁরা কাজ করার চেষ্টা করে তখনও বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানালে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করেছে এবং দুপুর ২টার দিকে অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে আমার উভয় পক্ষই সিদ্ধান্ত নিয়েছি, উর্ধ্বতন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফ’র  হেডকোয়ার্টারে চিঠি বা চুক্তিপত্র ছাড়া কোন ধরনের নির্মাণের কাজ করতে দেয়া হবে না। 
এর আগে গত রোববার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্তঘেষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেয়া হয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বুধবার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status