ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ইরান থেকে মুক্তি পেলেন ইতালির সেই সাংবাদিক

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ৯:২৭ অপরাহ্ন

mzamin

মুক্তি পেলেন ইরানে বন্দি থাকা ইতালির সাংবাদিক সেসিলিয়া সালা। ইতিমধ্যে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। কূটনৈতিক ও গোয়েন্দা চ্যানেলের ব্যাপক তৎপরতার পর তাকে মুক্ত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছে ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয়। ধারণা করা হচ্ছে, তাকে বহনকারী বিমানটি দুপুর সাড়ে তিনটায় রোমের কিয়ামপিনো এয়ারপোর্টে পৌঁছানোর কথা। এ তথ্য দিয়েছে অনলাইন গার্ডিয়ান। ১৯শে  ডিসেম্বর জার্নালিস্ট ভিসায় ইরানে যান সালা। এরপর ইসলামী আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় ওই সাংবাদিক’কে। ইতালির ইল ফগলিও’র রিপোর্র্টার ছিলেন সালা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্দেশে ইতালি থেকে গ্রেপ্তার করা হয় ইরানি প্রকৌশলী মোহাম্মদ আবেদিনি নাজাফাবাদি’কে। যুক্তরাষ্ট্রের ড্রোন তৈরির উপাদান ইরানে সরবরাহ করার অপরাধে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র। তখন তিনি ইতালি’তে অবস্থান করছিলেন।  যুক্তরাষ্ট্রের অনুরোধে তাকে গ্রেপ্তার করে ইতালি। ধারণা করা হচ্ছে,  এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সেসিলিয়া সালার এমন দুর্দশা। কিন্তুু প্রকৌশলী গ্রেপ্তার হওয়ার প্রেক্ষিতে সালা’কে গ্রেপ্তার করা হয়েছে বরাবর এমন অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ইতিমধ্যে সালার মুক্তির বিষয়ে দ্রুত অগ্রগতির জন্য  যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সালা’কে আটকে রাখা হয়েছিল এভিন নামের ইরানের কুখ্যাত কারাগারে। গত সপ্তাহে মোবাইলে কথোপকথনের সময় কারাগারের দুর্বিষহ জীবনের বর্ণনা দেন তার পরিবার’কে। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status