ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে

মানবজমিন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ৭:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১১ পূর্বাহ্ন

mzamin

আকার ছোট হচ্ছে পাকিস্তানের ৬৫টি  সরকারি ডিপার্টমেন্ট বা বিভাগের। কিছু বিভাগ পুনর্গঠন ও কিছু বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। এর পরিপ্রেক্ষিতে কমানো হবে প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের আকারও। টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে মূলত ব্যয় সংকোচনের জন্য নেয়া হচ্ছে এ সিদ্ধান্ত। এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। তিনি বলেন, ১০টি মন্ত্রণালয়ের বিষয়ে পর্যালোচনা করে সরকারকে এ সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া হয়েছে। এ তথ্য দিয়েছে অনলাইন জিও নিউজ। প্রথম পর্যায়ে ৬৫টি এনটিটির মধ্যে ৪০টি বাতিল করা হবে। এর মধ্যে ২৮টি এনটিটি হয় বন্ধ হয়ে যাবে না হলে ব্যক্তিমালিকানাধীন হয়ে যাবে। আর তা না হলে প্রদেশের কাছে হস্তান্তর হবে। আওরঙ্গজেব বলেন, কেবিনেট কমিটি অন রাইটসাইজিং-এর তত্ত্বাবধানে ৪৩ টি মন্ত্রণালয় ও ৪০০ টি এনটিটির বিষয়ে পর্যায়ক্রমিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, চলতি অর্থবছরে এসব মন্ত্রণালয় এবং বিভাগের জন্য বরাদ্দ আছে ৮৭৬০০ কোটি ডলার। তবে আকার ছোট করার পর ঠিক কী পরিমাণ অর্থ সঞ্চয় করা যাবে এ বিষয়ে কোনো তথ্য দেননি আওরঙ্গজেব। এখন পর্যন্ত দুই দফায় দশটি মন্ত্রণালয়ের বিষয়ে সরকার পর্যালোচনা করেছে। এগুলো হলো- কাশ্মীর বিষয়ক মন্ত্রণালয়, রাজ্য ও সীমান্ত অঞ্চল বিষয়ক মন্ত্রণালয় (স্যাফরন), তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, শিল্প ও উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়, মূলধন প্রশাসন বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভাগ (এসএন্ডটি), জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণা মন্ত্রণালয়, গৃহায়ন ও কর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্যিক বিভাগ। অর্থমন্ত্রী আরও বলেন, কাশ্মীর ও স্যাফরন বিষয়ক মন্ত্রণালয়কে একত্রিত করে একটি মন্ত্রণালয় করা হয়েছে। অন্যদিকে বিলুপ্ত হয়েছে মূলধন প্রশাসন বিভাগ। মন্ত্রিপরিষদ সদস্য বিলাল আজহার কায়ানি বলেন, শুধু খরচ কমানোর জন্য মন্ত্রণালয়গুলোকে আকারে ছোট করা হচ্ছে না। দক্ষতা বাড়ানোর জন্যও এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আগে এক বিভাগ শুধু একটি কাজই করতো। এ বিষয়ে পরিবর্তনের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status