অনলাইন
পিলখানায় বিডিআর বিদ্রোহ
মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে শাহবাগে পদযাত্রা
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনায় পদযাত্রা শুরু করে পরিবারের সদস্যরা। তারা শাহবাগ পর্যন্ত গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তাদের একটি প্রতিনিধিদল যমুনায় যায়।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছেন ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে দাবি আদায়ের পক্ষে কথা বলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে।
এদিকে, আজই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম আদালতে শুনানি রয়েছে বলে জানা গেছে।
গতকাল যারা আন্দোলন করেছে এদের বেশীর ভাগই ঢাকার বাহিরের কর্মরত ছিলো।কিন্তু এরা তো নিজ নিজ ক্যাম্পে বিক্ষোভ করে ছিলো। আর্মস ক্যাডার সশস্ত্রবাহিনীর সদস্যরা বিক্ষোভ করা বিদ্রোহ করা রাষ্ট্র দ্রোহীতার সামিল।