দেশ বিদেশ
মার্কিন পলিসি এডভাইজার লরা স্টোন ঢাকা আসছেন আজ
কূটনৈতিক রিপোর্টার
১ আগস্ট ২০২২, সোমবার
বাংলাদেশ সফরে আসছেন বাইডেন প্রশাসনের সিনিয়র পলিসি এডভাইজার লরা স্টোন। দু’দিনের সরকারি সফরে আজ ঢাকা পৌঁছাচ্ছেন তিনি। সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরীসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দূতাবাসের আয়োজনে সরকারের বাইরেও তার কিছু কর্মসূচি রয়েছে। মহামারি করোনা মোকাবিলা বিশেষত বৈশ্বিক ভ্যাকসিনেশন কার্যক্রম সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত লরা স্টোন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন সহায়তা, এর প্রয়োগ এবং কোভিড-১৯ পরিস্থিতি উত্তরণের অভিজ্ঞতা বিনিময় করবেন। যুক্তরাষ্ট্রের উপহারের টিকা দিয়েই দেশব্যাপী গণটিকা এবং পরবর্তীতে বুস্টার কার্যক্রম সফলভাবে এগিয়ে নেয়া সক্ষম হয়েছে জানিয়ে ঢাকার এক কর্মকর্তা বলেন, কোভিড উত্তরণে সফল বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক সম্মেলন করতে চায়। সেখানে অন্য রাষ্ট্র্রও থাকছেন। লরা স্টোনের সফরে হয়তো এ নিয়ে আলোচনা হবে। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশকে কো- হোস্ট করে ওই সম্মেলন আয়োজন করতে চায় বাইডেন প্রশাসন। উল্লেখ্য, লরা স্টোন এক সময় দক্ষিণ এশিয়ার ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন।
পাঠকের মতামত
বাংলাদেশের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
মার্কিন পলিসি এডভাইজার লরা স্টোন ঢাকায় এসে কি পারবে সরকারকে পদত্যাগ করাতে ?