ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বিনোদন

মুগ্ধতা ছড়াচ্ছে ‘একা ঘর আমার’

স্টাফ রিপোর্টার
৮ জানুয়ারি ২০২৫, বুধবারmzamin

‘একা ঘর আমার’- কথা, সুর, সংগীত ও গায়কি মিলিয়ে এক অনবদ্য উপস্থাপনা। গানটি প্রকাশের একদিন হলেও যারাই এটি শুনেছেন প্রশংসা করছেন। সবমিলিয়ে তাহসান ও সিঁথি সাহার গানটি মুগ্ধতা ছড়িয়ে চলেছে। এদিকে তাহসান বিয়ের সুখবরের দু’দিনের মাথায় গানটি প্রকাশ করলেন নিজের কথা, সুর ও কণ্ঠে। সুকণ্ঠী সিঁথি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দু’জনে মডেল হয়েও মুগ্ধতা ছড়িয়েছেন। তারই রেশ মিললো ৬ই ডিসেম্বর রাতে রাজধানীর এক বর্ণাঢ্য প্রকাশনা উৎসবে। এদিন তাহসান-সিঁথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হলো ব্যয়বহুল গানচিত্রটি। গান প্রসঙ্গে তাহসান বলেন, প্রেম নিয়ে এত গান লেখা হয়েছে, এত ভালো ভালো গীতিকার গান লিখেছেন। এ কারণে আমি ভেবেছি, প্রেমের ঠিক কোন বিষয়টি নিয়ে গান লেখা হয়নি। তখন মনে হলো, মানুষ যখন কারও প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততদিনে অনেক বড় ভুল হয়ে যায়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়। এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা-সুর করা। গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। তারাও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে গানটি প্রসঙ্গে কথা বলেছেন। গান প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, তাহসান ভাইয়া যেমনটা বলছিলেন, প্রেম যত দিন থাকবে, স্যাডনেস ততদিন থাকবে। এই গানটাও স্যাড রোমান্টিক। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন। ‘একা ঘর আমার’ গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপম রেকর্ডিং মিডিয়ার স্বত্বাধিকারী আনোয়ার হোসেন ও প্রতিষ্ঠানটির সিইও গীতিকবি মহসীন মেহেদী।

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status