বিনোদন
মিতুর কণ্ঠে নতুন গান
স্টাফ রিপোর্টার
৮ জানুয়ারি ২০২৫, বুধবারকোক স্টুডিও বাংলা সিজন-১ এ বাউল সাধক ফকির লালন শাহ’র ‘সব লোকে কয়’ গেয়ে মন জয় করেছিলেন লোকশিল্পী কানিজ খন্দকার মিতু। বর্তমানে টিভি ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এর মাঝেই এলেন নতুন গান নিয়ে। শিরোনাম ‘হাত পা অবশ লাগে’। ‘তোমার বাড়ির সামনে গেলেই/ হাত পা অবশ লাগে/ কী জাদু জানো রে বন্ধু/ বুঝি নাই তো আগে’-এমন কথায় সাজানো গানটি লিখেছেন লুৎফর হাসান। মজার তথ্য গানটির গীতিকবি ও গায়িকা দু’জনের জন্ম ও বেড়ে ওঠা টাঙ্গাইল জেলায়। ‘হাত পা অবশ লাগে’ গানের মিউজিক করেছেন শাহরিয়ার আলম মার্সেল এবং গানের ভিডিওর দায়িত্বে ছিলেন সংগীত পরিচালক শান শায়েক। গানচিল ফোক নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হতে যাচ্ছে। নতুন গানটি নিয়ে শিল্পী মিতুর ভাষ্য, আমি প্রথমেই লুৎফর ভাইয়াকে কৃতজ্ঞতা জানাবো। দীর্ঘদিন ধরেই তিনি বলছিলেন মিতু তোর জন্য একটা গান লিখবো ভাবছি। আমিও অপেক্ষায় ছিলাম। হঠাৎ করেই ভাইয়া একদিন কল দিয়ে জানালেন তোর জন্য গান রেডি, গাইবি কবে? আমি তো অবাক! ওইদিনই গানের লিরিক আমাকে পাঠালেন এবং দুই দিন পরেই গানটিতে ভয়েজ দেয়া। এবার গানটি প্রকাশ হলো আশা করছি গানের কথা ও গায়কি সবার ভালো লাগবে।