বিশ্বজমিন
নাজিব রাজাকের গৃহবন্দিত্ব বরণের আবেদন গৃহীত
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ৬ জানুয়ারি ২০২৫, সোমবার, ৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩১ পূর্বাহ্ন
মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আপিল অনুমোদন করেছে আদালত। ফলে দুর্নীতির মামলায় তিনি এখন শাস্তি ভোগের বাকি সময় গৃহবন্দি হিসেবে কাটাবেন। আদালতের কাছে গত বছর এপ্রিলে তিনি এই আবেদন করেছিলেন। আবেদনে তিনি বলেন, তার কাছে পরিষ্কার তথ্য আছে যে- তখনকার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ তার শাস্তির বাকি সময় গৃহবন্দি হিসেবে কাটানোর বিষয়ে অনুমতি দিয়েছেন। নাজিব দাবি করেন যে, তাকে ১২ বছরের জেল দেয়া হয়েছে। সেই জেলকে কমিয়ে অর্ধেক করা এবং জরিমানা কমানোর বিষয়ে এক মিটিং হয় গত বছর ২৯শে জানুয়ারি। সেই মিটিংয়ে সভাপতিত্ব করেন রাজা নিজে। তিন মাস পরে হাইকোর্ট বিষয়টি আমলে নেয়। অবশেষে সোমবার ২-১ সংখ্যাগরিষ্ঠতায় মামলাটির মেরিট শুনানি করে রায় দেয় কোর্ট অব আপিল। নাজিব রাজাকের আইনজীবী তখনকার রাজার সাজা লঘু করার বিষয়ে যে নির্দেশ দিয়েছিলেন, সে বিষয়ে পাহাং রাজপ্রাসাদ থেকে নিশ্চিতকরণ চিঠি আদালতের উপস্থাপন করেন। এরপরই নাজিব রাজাকের আবেদন গৃহীত হয় এবং তার গৃহবন্দিত্ব বরণের পক্ষে রায় দেয় আদালত।