বিশ্বজমিন
চলতি সপ্তাহেই দল থেকে পদত্যাগ করতে পারেন জাস্টিন ট্রুডো
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৬ জানুয়ারি ২০২৫, সোমবার, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:২৫ অপরাহ্ন
চলতি সপ্তাহেই নিজ দল লেবার পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য গ্লোব অ্যান্ড মেইল। তবে ঠিক কখন পদত্যাগ করবেন সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেনি সূত্র। ধারণা করা হচ্ছে এ সপ্তাহের বুধবারের আগেই দল থেকে সরে দাঁড়াতে পারেন কানাডার প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ট্রুডো তাৎক্ষণিকভাবে পদত্যাগের পর পরবর্তী নেতা নির্বাচিত হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন কিনা সেটিও এখনও স্পষ্ট নয়।
দলের শোচনীয় অবস্থার জন্য ২০১৩ সালে লেবার পার্টি যখন হাউস অব কমন্সে তৃতীয় স্থান নেমে এসেছিল তখন এর দায়িত্বে আসেন ট্রুডো। তার পদত্যাগের ফলে কার্যত দলীয় প্রধানের পদটি শুন্য হয়ে পড়বে। এমন এক সময়ে ট্রুডোর পদত্যাগের কথা সামনে আসলো যখন স্থানীয় বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে এ বছরের অক্টোবরের নির্বাচনে লিবারেল কনজারভেটিভদের কাছে ভরাডুবি হতে পারে লেবার পার্টির।
তার পদত্যাগের ফলে আগামী চার বছরের জন্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে এমন সরকার গঠনের তাগিদ জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে। পদত্যাগের বিষয়ে ট্রুডো তার অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্কের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে সূত্র। তিনি ডমিনিকে নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
৭ বছর ভালোই চালিয়েছেন ..........