ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

বিএসডব্লিউজেএফ-এর কর্মশালা অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ৫ জানুয়ারি ২০২৫, রবিবার, ৮:৪৯ অপরাহ্ন

আন্তর্জাতিক বিজ্ঞান সাংবাদিক ফেডারেশনের সদস্য বাংলাদেশ বিজ্ঞান লেখক ও সাংবাদিক ফোরাম-এর (বিএসডব্লিউজেএফ) উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ভার্চ্যুয়ালি ‘কীভাবে একটি আইসিটি স্টার্টআপ তৈরি করবেন’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি পরিচালনা করেন যুক্তরাজ্যের সনি করপোরেশনের সিনিয়র সফটওয়্যার প্রকৌশলী এবং বাংলাদেশের আউটসোর্সিং খাতের অগ্রপথিক প্রকৌশলী ড. রাসেল আনাম। কর্মশালার লক্ষ্য ছিল নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা এবং আইসিটি খাতে সফল উদ্যোগ গড়ে তুলতে দিকনির্দেশনা প্রদান করা।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএসডব্লিউজেএফ-এর সাধারণ সম্পাদক মীর লুতফুল কবির সা'দী। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান আইসিটি খাতে উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) সাবেক উপাচার্য ড. চৌধুরী মোফিজুর রহমান। তিনি বলেন, আইসিটি খাতে স্টার্টআপগুলো অর্থনীতিতে বিপ্লব আনতে পারে এবং কর্মসংস্থান ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে পারে। এই ধরনের উদ্যোগ পরবর্তী প্রজন্মের উদ্যোক্তাদের লালন-পালন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
কর্মশালার সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিএসডব্লিউজেএফ-এর সদস্য ড. মো. রোকনুজ্জামান। তিনি তার বক্তব্যে বাংলাদেশে আইসিটি স্টার্টআপগুলোর জন্য পরামর্শ ও আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, সফল হতে হলে স্টার্টআপগুলোকে স্থানীয় প্রয়োজন মেটানোর পাশাপাশি বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্য রাখতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. রাসেল আনাম। তিনি তার আইসিটি খাতের বৈশ্বিক অভিজ্ঞতা শেয়ার করেন এবং একটি টেকসই স্টার্টআপ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, ছোট পরিসরে শুরু করলেও বড় চিন্তা করতে হবে। বাংলাদেশে আইসিটি খাতে বৈশ্বিক নেতা হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে।

কর্মশালায় বিভিন্ন একাডেমিক, সাংবাদিক ও উদ্যোক্তা অংশগ্রহণকারীরা অংশ নেন। একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তারা কর্মশালার অন্তর্দৃষ্টি ও বাস্তবধর্মী নির্দেশনার প্রশংসা করেন।

কর্মশালায় বিএসডব্লিউজেএফ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবদুল হক আনু কর্মশালার বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএসডব্লিউজেএফ বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিকতায় জ্ঞান বিনিময় ও উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই ধরনের উদ্যোগ বাংলাদেশের আইসিটি স্টার্টআপগুলোর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার পথ সুগম করে।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status