বিনোদন
যার টানে আটকে মিমি
বিনোদন ডেস্ক
৬ জানুয়ারি ২০২৫, সোমবার![mzamin](uploads/news/main/142841_jar.webp)
ভারতের উত্তরবঙ্গের কন্যা অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাহাড়ের কোলেই তার বড় হয়ে ওঠা। তাই সেখানের প্রতি একটা আলাদা টান সব সময়ই রয়েছে তার। বছরের প্রথমেই কাছের মানুষদের সঙ্গে নিয়ে পাহাড়ে ঘেরা শহরের বুকে দেখা গেল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় সেখানের একঝাঁক রঙিন মুহূর্ত ভাগ করলেন মিমি। কখনো দেখা যাচ্ছে ভোরের আলোয় পাহাড় উপভোগ করছেন তিনি। কখনো আবার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সবমিলিয়ে জমজমাট আয়োজনের মধ্যে নতুন বছর শুরু করলেন তিনি। এমনকি ভোরবেলা তাকে পাহাড়ের কোলে হাঁটতে হাঁটতে গান গাইতেও দেখা গেল। শুধু তাই নয়, তাকে বাগানে গিয়ে চা পাতা তুলতেও দেখা গেল। মিমি জানান, তিনি যা অ্যাচিভ করেছেন, যা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তবে জলপাইগুড়িকে বরাবর তিনি খুব মিস করেন। ঠিক যেমন এই শহরে আসার পর থেকে তিনি পরিবারকে মিস করতেন। অভিনেত্রী বলেন, জলপাইগুড়িকে সব সময়ই খুব মিস করতাম। কারণ, ওখানকার মতো এত সবুজ কোথাও পেতাম না। নেচারের সঙ্গে কানেক্ট করতে পারতাম। এ ছাড়া বোনদের জন্য মন খারাপ হতো। এখন তো কেউ বিবাহিত, কেউ বিদেশে থাকেন, কেউ আবার কর্মসূত্রে বাইরে। জলপাইগুড়িতে আর কেউ নেই। ছোটবেলায় সকলে একসঙ্গে কাটাতাম। খুব মনে পড়ে দিনগুলো। এ জায়গা এমনই মায়ার, যার কারণে আটকে যাই বার বার।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
![Bangladesh Army](advert/static/advert-img/hmd.webp)