বিনোদন
১০ই জানুয়ারি মুক্তি ‘মেকআপ’
স্টাফ রিপোর্টার
৬ জানুয়ারি ২০২৫, সোমবারঅবশেষে অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমা আগামী ১০ই জানুয়ারি থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে। এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলি। এ ছাড়াও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান। সিনেমাটি নির্মাণ করা হয়েছিল চার বছর আগে। সেন্সর বোর্ড থেকে দুইবার ব্যর্থ হওয়ার পর অবশেষে গত ১৭ই ডিসেম্বর মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এদিকে নিজের প্রথম সিনেমা প্রসঙ্গে রিয়েলি বলেন, এটা একটা পিউর রোমান্টিক গল্পে নির্মিত। একটা সাধারণ মেয়ে কীভাবে সুপারস্টার হয়ে যায় এবং মাঝপথের বিভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তার স্টারডম ধরে রাখার জন্য সে যে পরিশ্রম করে এগুলো মনে হয় আমি এখান থেকেই শিখেছি। আর আমার দুই কো-আর্টিস্ট তারিক আনাম এবং জিয়াউল রোশান চমৎকার অভিনয় করেছেন। তিনি আরও বলেন, এই সিনেমাটি আমার প্রথম সিনেমা। পরিচালক চেয়েছিলেন এই সিনেমার জন্য একটা নতুন মুখ। সেখান থেকেই তিনি আমাকে বাছাই করেন। গল্পটা শোনার পর আমারও খুব ভালো লাগে। আমিও চাচ্ছিলাম আমার শুরুটা এমন একটা ভালো গল্প দিয়ে হোক। পরিচালক অনন্য মামুন বলেন, সিনেমাটি প্রথমে মুক্তি পেতে সমস্যা হয়েছিল ৫ই আগস্টের আগে যারা সেন্সর বোর্ডে ছিলেন তাদের একজনের ব্যক্তিগত কারণে। পরেরবার সিনেমাটি নিয়ে কিছু সমস্যার কথা বলা হয়েছিল। আমরা সেইমতো চেষ্টা করেছি। অবশেষে এটি মুক্তির অনুমতি পায়।