বিনোদন
অঞ্জনার মৃত্যুতে সহকর্মীদের শোক
স্টাফ রিপোর্টার
৫ জানুয়ারি ২০২৫, রবিবারসোহেল রানা: না ফেরার দেশে চলে গেল অঞ্জনা। চলচ্চিত্র জগতের একটা আলো নিভে গেল। আল্লাহ্ অঞ্জনাকে বেহেশ্ত নসিব করুন।
নূতন: আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তাকে আল্লাহ্ পরপারে ভালো রাখুক সেই দোয়া করি।
মিশা সওদাগর: কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা আপা মানুষ হিসেবেও ছিলেন অমায়িক, অসাধারণ, বিনয়ী। আল্লাহ্ তাকে বেহেশ্ত নসিব করুক।
শাবনূর: অঞ্জনা আপা যেখানেই থাকবেন ভালো থাকবেন।
অমিত হাসান: অঞ্জনা আপু আর দেখা হলো না। না ফেরার দেশে আল্লাহ্ আপনাকে ভালো রাখুক, আমিন।
শাকিব খান: অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
জায়েদ খান: কত স্মৃতি আপনার সঙ্গে, কীভাবে ভুলবো? না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা সুলতানা। তার জন্য দোয়া কামনা করছি।
শাহনূর: প্রিয় অঞ্জনা দিদি আর নাই। কোনো কিছু লেখার ভাষা নেই। আপনারা সবাই দিদির আত্মার শান্তি কামনায় দোয়া করবেন। দিদির সঙ্গে এত স্মৃতি, কখনোই ভুলে যাওয়ার মতো নয়।