ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

বিরোধী নেতাকে ধরিয়ে দিতে এক লাখ ডলার পুরস্কার ঘোষণা

মানবজমিন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৪ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন

mzamin

প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী এডমান্দো গঞ্জালেজ উরুতিয়া’কে ধরিয়ে দেয়া বা কোনো তথ্য দেয়ার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে ভেনিজুয়েলা কর্তৃপক্ষ। ২০২৪ সালের ২৮শে জুলাইয়ে সেখানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। সেই নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেন নিকোলাস মাদুরো। এরপরই পালিয়ে স্পেনে চলে যান গঞ্জালেজ উরুতিয়া। তারপর থেকে তিনি নির্বাসনেই আছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি দিয়ে ইংরেজিদে ‘ওয়ান্টেড’ লিখে পোস্ট প্রকাশ করেছে দেশটির পুলিশ। এর আগে গঞ্জালেজ উরুতিয়া ছিলেন স্বল্প পরিচিত একজন সাবেক কূটনীতিক। উল্লেখ্য, নির্বাচনে জেতার পর ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে কঠোর দমনপীড়ন চালান মাদুরো। এ কারণে দেশ ছাড়েন ৭৫ বছর বয়সী উরুতিয়া। তবে তিনি অর্থনৈতিকভাবে ভেঙে পড়া তার দেশে ফিরে ১০ই জানুয়ারি মাদুরোর পরিবর্তে নিজে শপথ নেয়ার প্রত্যয় ঘোষণা করেন। একই দিনে শপথ নিয়ে ক্ষমতার নতুন মেয়াদ শুরু করার কথা মাদুরোর। বিচার বিভাগের কর্মকর্তারা বলেছেন, ‘ওয়ান্টেড পোস্টারে গঞ্জালেজ উরুতিয়ার মুখের ছবি ব্যবহার করা হবে’। তারপর তা বিমানবন্দরে এবং দেশের সব পুলিশ চেকপয়েন্টে প্রদর্শন করা হবে।  তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনার পর ২০শে ডিসেম্বর গঞ্জালেজ উরুতিয়াকে আশ্রয় দিতে রাজি হয়েছে স্পেন। অন্যদিকে মাদুরোকে তৃতীয়বারের মতো আগামী ৬ বছরের জন্য বিজয়ী ঘোষণা করেছে ভেনিজুয়েলা।

পাঠকের মতামত

দিলেন তো পলাতকদের ভয় বাড়িয়ে !

Sohel
৪ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:২১ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status