বিশ্বজমিন
৩ দেশের সঙ্গে সম্পর্ক গড়তে চায় সিরিয়া
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ৪ জানুয়ারি ২০২৫, শনিবার, ৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০৬ পূর্বাহ্ন
সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় সিরিয়া। এ জন্য ওই তিনটি দেশ সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন সিরিয়ার শীর্ষ এ কূটনীতিক। তিনি আরও জানান, স্থিতিশীলতা, নিরাপত্তা, সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠন ও অংশীদারিত্ব গঠনই হবে তার এ সফরের উদ্দেশ্য। ইতিমধ্যে এ সপ্তাহের শুরুতে সৌদি আরব সফর করেন তিনি। এর মাধ্যমে প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর করলেন আল-শাইবানি। অবকাঠামোগত উন্নয়ন ও আর্থিক অবস্থার উন্নতি’তে বিত্তশালী উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে বিনিয়োগ পাওয়ার বিষয়ে অধীর আগ্রহে আছে বিদ্রোহীদের সমন্বয়ে গঠিত সিরিয়ার নতুন সরকার। সিরিয়ার অবস্থা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে ইতিমধ্যে সৌদি আরব বড় ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। এ সপ্তাহের শুরুতে রিয়াদে নতুন প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানের সমন্বয়ে গঠিত উচ্চ পদমর্যাদা সম্পন্ন প্রতিনিধি দল পাঠায় আল-শাইবানি। শুক্রবার সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী মাহের আল-শারার সাথে মানবিক ও স্বাস্থ্য সহযোগিতার বিষয়ে আলোচনা করতে দামেস্কের উদ্দেশে রওনা দেয় কিং সালমান হিউম্যানট্যারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের এক প্রতিনিধি দল। এ তথ্য নিশ্চিত করে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। ১৩ বছরের গৃহযুদ্ধ, স্বজনপ্রীতি ও দুর্নীতিতে বিপর্যস্ত সিরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা। এদিকে, শুক্রবার মোবাইলে কথোপকথনের সময় লেবানন ও সিরিয়া সীমান্তের ৩৭৫ কিলোমিটার (২৩৩ মাইল) জায়গায় উত্তেজনা প্রশমন করে পুনরায় শান্তি ফিরিয়ে আনার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা ও লেবাননের অন্তবর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তাছাড়া দুই দেশের অভিন্ন স্বার্থের বিষয়ে কথা বলতে মিকাতি’কে দামেস্ক সফরে আমন্ত্রণ জানান হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর প্রধান আল-শারা।