বিশ্বজমিন
এমপক্সের আরও দুই রোগী শনাক্ত করল নেপাল
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৫:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩৫ অপরাহ্ন
নেপালে এমপক্সে আক্রান্ত আরও দুই রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে এমপক্সে আক্রান্ত হয়েছে মোট তিন জন। নতুন রোগীদের দুজনই অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। দ্য কাঠমান্ডু পোস্টকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, নেপালে ২০২৩ সালে প্রথম এমপক্স রোগী শনাক্ত হয়। উপসাগরীয় দেশগুলোতে হাজার হাজার নেপালি শ্রমিক বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ হাসপাতালের চিকিৎসক ডা. শের বাহাদুর পুন। তিনি বলেছেন, অস্বাস্থ্যকর জীবনযাপন ও নাজুক কর্মপরিবেশের কারণে উপসাগরীয় দেশগুলোতে থাকা শ্রমিকরা স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত বছর এমপক্সের ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন (ডব্লিউএইচও)। এমপক্সের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়াতে শুরু করেছে ২০২২ সাল থেকে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্যানুসারে এখন পর্যন্ত ১২২টি দেশে ১ লাখের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। বিশেষ এই রোগটি ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায় বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। এই রোগের ফলে শরীরে ফুসকুড়ি এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
বানর পক্স, ক্যান্সার, দুরারোগ্য রোগ, মৃত্যু হল দূষিত/বিষাক্ত খাবার, দূষিত/বিষাক্ত ওষুধ এবং দূষিত/বিষাক্ত ভ্যাকসিনের ফলাফল। কিন্তু মিথ্যাবাদী, ভণ্ড, পৈশাচিক শাসক/নিয়ন্ত্রক/সরকার/মূলধারার মিডিয়া কখনই প্রকৃত সত্য প্রকাশ করবে না।