বিশ্বজমিন
পাকিস্তানে দাঙ্গা: ১৯ জনকে ক্ষমা করেছে আদালত
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৯ অপরাহ্ন
৯ই মে’র দাঙ্গার মামলায় দোষী সাব্যস্ত ১৯ জনকে ক্ষমা করে দিয়েছে পাকিস্তানের আদালত। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং (আইএসপিআর)। ওই বিবৃতিতে আরও বলা হয়, রায়ের বিপক্ষে আপিল করার সুযোগ আছে প্রত্যেক ব্যক্তির। সে সুযোগ ব্যবহার করে আপিল করেছেন ওই ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা। তারা প্রাণভিক্ষার আবেদন করেন। আইএসপিআর আরও জানায়, মোট ৬৭ জন ক্ষমার জন্য আবেদন করেন। ৪৮ জনের আবেদন কোর্টে যায়। এর মধ্যে ১৯ জন’কে মানবিক বিষয়ের ওপর ভিত্তি করে ক্ষমা প্রদর্শন করে আদালত। আনুষ্ঠানিকতা শেষে তাদের মুক্তি দেয়া হবে বলে নিশ্চিত করে আইএসপিআর। ডিসেম্বরে পাকিস্তানের সামরিক আদালত ৯ই মে দাঙ্গার সাথে জড়িত থাকার অপরাধে আরও ৬০ ব্যক্তিকে কারাগারে পাঠায়। একই অপরাধে ২৫ জনকে কারাগারে পাঠানোর খবর ছড়িয়ে পড়ার পর ওই ৬০ ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় সামরিক আদালত। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সামরিক ও সরকারি স্থাপনা, লাহোরে অবস্থিত কোর কমান্ডার হাউস, রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকে), ফয়সালাবাদে অবস্থিত আইএসআই অফিস ও বানু কান্টে দাঙ্গা সৃষ্টির অভিযোগ আনা হয়। ৯ই মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান’কে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে তার দলের নেতকর্মী ও সমর্থকরা। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের রায়’কে কেন্দ্র করে সামরিক আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম স্থগিত রাখে। কিন্তু গত মাসে আদালতের সাংবিধানিক বেঞ্চ ওই মামলার বিচার পুনরায় শুরুর নির্দেশ দেয়।