বিশ্বজমিন
জেজু বিমানের সিইওর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৯ অপরাহ্ন
দুর্ঘটনায় ১৭৯ ব্যক্তি নিহত হওয়ার পর জেজু এয়ারের অফিস এবং মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। রোববার সেখানে বোয়িং ৭৩৭-৮০০ বিধ্বস্ত হয়ে শোকে ভাসায় দেশটিকে। ওই ফ্লাইটে ১৮১ জন যাত্রী এবং ক্রু ছিলেন। অবতরণের সময় তা বিধ্বস্ত হয়। এতে দু’জন ক্রু বাদে সবাই নিহত হন। এ ঘটনায় তদন্ত চলছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার কর্তৃপক্ষ ওই তল্লাশি অভিযান চালায়। পুলিশ বলেছে, তদন্ত চলমান থাকায় জেজু এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিম ই-বায়ে’র দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে দেয়া বিবৃতিতে পুলিশ বলেছে, আইনের অধীনে ওই দুর্ঘটনার কারণ ও এর জন্য কারা দায়ী তা নির্ধারণের জন্য দ্রুততার সঙ্গে এবং জোরালোভাবে কাজ করছে পুলিশ। বৃহস্পতিবার মুয়ান বিমানবন্দর বলেছে, দুর্ঘটনাস্থলে এদিনও উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করে সেনাসদস্য, পুলিশ এবং সাদা পোশাকের তদন্তকারীরা। এর কাছেই প্রার্থনা করেন ভিক্ষুরা। বিমানবন্দরের ভিতরে সিঁড়িতে শোকাতৃ মানুষের লাগানো পোস্টারে রঙ্গিন হয়ে উঠেছে। তার একটিতে লেখা- হানি, আই মিস ইউ ওয়ে টু মাচ্।