ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

ভারত

অনুপ্রবেশকারী খুঁজতে দিল্লিতে ফের চালু হল ‘বাংলাদেশ সেল’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৩ সপ্তাহ আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

ভারতের রাজধানী দিল্লিতে অবৈধ বাংলাদেশি খুঁজে বের করতে জোর তৎপরতা শুরু হয়েছে। গত কয়েকদিনে ১৫ জনের বেশি বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান আরও জোরদার করতে দুই দশক আগে দিল্লি চালু করা ‘বাংলাদেশ সেল’ ফের চালু করা হল। সেই সময় গঠন করা হয়েছিল ‘বাংলাদেশ সেল’। যে যে পুলিশ কর্মীরা বাংলা বলতে পারতেন, তাদের নিয়ে গঠন করা হয়েছিল সেই সেল।

বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে এই সব পুলিশকর্মীদের অনুপ্রবেশকারীদের বিষয়ে খবর সংগ্রহ করতে হত। সেই ‘বাংলাদেশ সেল’ পুনরায় চালু করেছে দিল্লি পুলিশ। সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। দিল্লি পুলিশ অবশ্য রাজ্য সরকারের অধীনে নয়। এটি নিয়ন্ত্রণ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক।

জানা গেছে, দিল্লির এক একটি জেলায় ৫ থেকে ১০ জনকে নিয়ে এই সেল গঠন করা হয়েছে। এক একটি দলে নেতৃত্বে আছেন একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর। আসামের বাঙালি অফিসারদেরও সাহায্য নেয়া হচ্ছে এজন্য। ‘বাংলা ভাষায়’ কথা বলা ব্যক্তিদের চিহ্নিত করে বাংলাদেশিদের ধরার চেষ্টা করছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে বলা হয়েছে, ২০২৪ সালে প্রায় ৫০ জন বাংলাদেশিকে ডিপোর্ট করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে তারা। আবার বাংলাদেশিদের এই দেশে অনুপ্রবেশে সাহায্য করা চক্রের ১১ জনও ধরা পড়েছে দিল্লিতে।

এদিকে, কিছুদিন আগেই দিল্লির স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করেছে দিল্লি পুর নিগম। এদিকে কোনও অনুপ্রবেশকারীকে যাতে জন্ম গ্রহণ সংক্রান্ত প্রশংসাপত্র না দেয়া হয়, সেজন্য নির্দেশিকা জারি করেছে পুর নিগম। প্রতিবছরই ভারতে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে শত শত বাংলাদেশি ভারতে আসেন অতিরিক্ত রোজগারের আশায়। আবার পাচার হয়েও আসেন অনেকে। এরা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েন।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়ছে। সীমান্তে প্রতিদিনই ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। ফলে বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ জুড়েও শুরু হয়েছে অভিযান।

পাঠকের মতামত

আমাদেরও 'ইন্ডিয়া সেল' গঠন করা জরুরী। প্রচুর অবৈধ ভারতীয় এদেশ থেকে রেমিটেন্স নিয়ে যাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করা দরকার।

নাম অপ্রকাশিত
২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৪:৫৪ অপরাহ্ন

ভারতে অবৈধ বাংলাদেশি ধরতে দিল্লিতে বাংলাদেশ সেল চালু করায় তাদের সরকারকে স্বাগত। আমাদের বাংলাদেশ সরকারের নিকট অনুরুধ করছি অতি দ্রুত এরকম সেল গঠন করে সকল অবৈধ ভারতীয়সহ অন‍্যদের এ দেশ থেকে বিতাড়িত করে দেশের কর্মহীন মানুষদের কাজের সুযোগ করে দিন।

Iftekhar Alam
২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৪:৩৭ অপরাহ্ন

Amliger criminal sobguloito toder deshe geche. Oder arest korosna keno? Ora ki toder bap hoy naki?????

Akash Roy Chowdhury
২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৪:৩৫ অপরাহ্ন

very good, Bangladeshi should not illegally travel and stay in India

Kader
২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫৬ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status