রকমারি
২০টি গাড়ির নিচ দিয়ে দ্রুততম লিম্বো স্কেটিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙলেন পুনের মেয়ে
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ৩১ জুলাই ২০২২, রবিবার, ২:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৩ অপরাহ্ন

মহারাষ্ট্রের সাত বছরের মেয়ে দেশনা নাহার গর্বিত করেছে ভারতকে। ভেঙে দিয়েছে ‘লিম্বো স্কেটিং’-এর ৭ বছরের পুরনো রেকর্ড। ২০ টি গাড়ির নিচে দ্রুততম লিম্বো স্কেটিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছে দেশনা। এই স্কেটিং করতে দেশনা সময় নিয়েছে মাত্র ১৩.৭৪ সেকেন্ড। ভেঙে দিয়েছে ৭ বছর আগের রেকর্ড। যেটি করেছিলেন চিনের ১৪ বছরের কিশোরী। ২০১৫ সালে ২০টি গাড়ির নিচ দিয়ে স্কেটিং করতে তার সময় লেগেছিল ১৪.১৫ সেকেন্ড। লিম্বো স্কেটিং, রোলার লিম্বো নামেও পরিচিত, এমন একটি খেলা যেখানে রোলার স্কেটের একজন ব্যক্তি খুব কম উচ্চতায় স্কেটিং করে একটি অনুভূমিক খুঁটির মতো একটি বাধার নিচ দিয়ে যায়। সাধারণ স্কেটিং-এর তুলনায় ‘লিম্বো স্কেটিং’ অনেক বেশি কঠিন। এক্ষেত্রে স্কেটিং জানতে তো হয়ই, পাশাপাশি শরীরকে করে তুলতে হয় অতি নমনীয়।
সূত্র : টাইমস নাও
মন্তব্য করুন
রকমারি থেকে আরও পড়ুন
রকমারি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]