ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

রাজনীতি

ভেদাভেদ ভুলে এক হলো গণঅধিকার পরিষদ

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৪:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

নতুন বাংলাদেশ গঠনে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার রাজধানীর আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণঅধিকার পরিষদকে এক করা হয়েছে। দুই-একজন এর বাইরে থাকতে পারে। আশা করছি, সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন।’

৭২-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই। বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়। এই জাতি একবারই স্বাধীন হয়। ৭১-এর সাথে ২৪-এর তুলনা চলে না। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে।’

নুর বলেন, ‘আমরা ইতোমধ্যে সরকারের নানা দুর্বলতা লক্ষ্য করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। আওয়ামী হাইকমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে, সচিবালয়ে আগুন আমাদের হতাশ করছে। শিক্ষার্থীরা একটি ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছিলো। প্রধান উপদেষ্টা সেটিকে সার্বজনীন করার উদ্যোগ নিয়ে জাতিকে একটি বিভাজন থেকে রক্ষা করেছেন। আগামীর নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। এই পরিস্থিতিতে যেকোনো হঠকারী সিদ্ধান্ত দেশকে পেছনে নিয়ে যাবে। দেশ ও জাতিকে রক্ষায় ঐক্য ও সংহতির ভিত্তিতেই দেশ চালাতে হবে।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজপথে ছিলাম। একসঙ্গে পথচলতে গিয়ে আমাদের মতপার্থক্য হয়েছে, সেই মতপার্থক্যের আজ অবসান ঘটতে শুরু হয়েছে। জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা অতীতের ন্যায় একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’

গণঅধিকার পরিষদের আরেক অংশের সদস্য সচিব ফারুক হাসান বলেন, ‘গণঅধিকার পরিষদ তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মাঝখানে কিছু মতপার্থক্যের কারণে গণঅধিকার পরিষদ আলাদাভাবে পথ চলতে শুরু করে। কিন্তু ২০২৪ সালের বিপ্লবে গণঅধিকার পরিষদের উভয়ে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই দেশ ও জাতির প্রয়োজনে গণঅধিকার পরিষদের উভয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ অনুভব করার জায়গা থেকে আজকে থেকে গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একীভূত হওয়ার সিদ্ধান্তের মাধ্যমে গণঅধিকার পরিষদ আজকে থেকে একটিই যার ভিত্তি কোটা আন্দোলন।’

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের ফারুক হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া নুরের নেতৃত্বাধীন অংশের উচ্চতর পরিষদ ও নির্বাহী কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

চট্টগ্রাম ফটিকছড়ি থেকে গণঅধিকার পরিষদের নুরুল হক নুরু এবং ফারুক হাসানকে সহ যারা ঐক্যর জন্য সহ যোগিতা করছে সবাইকে ধন্যবাদ তারেক ভাই আকতার ভাই মশু ভাই সহ সবাইকে এক সাথে দেখলে আরো ভাল হয়

Ahammed Jahed Chowdh
৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৪:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম ফটিকছড়ি থেকে গণঅধিকার পরিষদের নুরুল হক নুরু এবং ফারুক হাসানকে সহ যারা ঐক্যর জন্য সহ যোগিতা করছে সবাইকে ধন্যবাদ

Ahammed Jahed Chowdh
৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৪:৫৫ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status