ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

ভারত

বিজিবি-বিএসএফ দ্বিবার্ষিক মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(২ সপ্তাহ আগে) ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৪:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

বিজিবি ও বিএসএফ-এর মধ্যে দ্বিবার্ষিক মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন পর্যন্ত এই বৈঠকের তারিখ নিয়ে কোনও পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এক বিএসএফ কর্মকর্তার সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যম জানিয়েছে, গত মাসের বৈঠক পিছিয়ে দেবার পর তা ডিসেম্বরে করার জন্য চেষ্টা হয়েছিল। তবে তা ফলপ্রসু হয়নি। নভেম্বর মাসের ১৮ থেকে ২২ তারিখে দিল্লিতে পাঁচদিনের এই সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। 

জানা গেছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিজিবির পক্ষ থেকে বৈঠক এক মাস পিছিয়ে দেবার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত বৈঠকের চূড়ান্ত তারিখ ঠিক না হওয়ায় মনে করা হচ্ছে এ বছর এই বৈঠক হচ্ছে না। কবে হবে সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে।

বাংলাদেশ সরকার সীমান্তে হত্যা নিয়ে কঠোর মনোভাব নিয়েছে। বিএসএফ সূত্রে বলা হয়েছে, এগুলো বৈঠকের ক্ষেত্রে কোনও বাধা হবে না। সীমান্তে দুই বাহিনীর মাঝারি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে। সেই সব বৈঠকে যেসব সমস্যার সমাধান করা যাচ্ছে না সেগুলি উচ্চ পর্যায়ের বৈঠকে উত্থাপিত হবে। 

এরই  মধ্যে গত ২৫ ডিসেম্বর বিএসএফ মহাপরিচালক দলজিৎ চৌধুরী উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে গেলে সেখানে বিজিবির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে অভ্যর্থনাও জানিয়েছেন। উল্লেখ্য, ১৯৯৩ সালে নয়াদিল্লি ও ঢাকায় বিএসএফ এবং বিজিবির শীর্ষ কর্তাদের দ্বিবার্ষিক সভা করার সিদ্ধান্ত  হয়েছিল।

পাঠকের মতামত

We need to restrict India’s opportunities of intimidating and/or recruiting members of our defence/security forces. So, no meeting in Delhi.

Aminul Islam
২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১১:১৭ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status