ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

ভারত

জোটে ফাটল, ‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসকে বহিষ্কার করার দাবি কেজরির আম আদমি পার্টির

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৯ অপরাহ্ন

mzamin

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে বড়সড় ফাটল! অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) বিরোধী জোট থেকে কংগ্রেসকে বহিষ্কার করার দাবি তুলেছে। ইতিমধ্যেই জোটের সহযোগী দলগুলির কাছে এ বিষয়ে বার্তা পাঠাতে শুরু করেছে কেজরির দল। দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেন দাবি করেছেন , ২০১৩ সালে কেজরিওয়ালকে সমর্থন করা কংগ্রেসের সবচেয়ে বড় ভুল ছিল। সেটাই দিল্লিতে কংগ্রেসের পতনের সবচেয়ে বড় কারণ। দিল্লির সাবেক  মুখ্যমন্ত্রীকে ‘ফর্জিওয়াল’ বলে কটাক্ষ করেছে কংগ্রেস।  মাকেনের দাবি, 'কেজরিওয়ালকে যতবার ‘মউকা’ দেওয়া হয়েছে, ততবারই তিনি ‘ধোঁকা’ দিয়েছেন।'  

এমনকি কেজরিওয়ালের বিরুদ্ধে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে প্রয়াত মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করা হয়েছে। সেই সঙ্গে মাকেন বলেছেন, ‘‘কেজরিওয়ালের কোনও মতাদর্শ নেই। তিনি রাজনৈতিক স্বার্থে বিজেপির ৩৭০ অনুচ্ছেদ রদ, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করেছেন।’’

 তারই ‘জবাবে’ আপ নেতৃত্বের এই পদক্ষেপ বলে প্রকাশিত খবরে দাবি। যে লোকপাল আন্দোলন করে কেজরীর রাজনৈতিক উত্থান, সেই জনলোকপাল কেন আপ শাসিত দিল্লি এবং পাঞ্জাবে গঠন হয়নি, সে প্রশ্নও তোলেন মাকেন। সাত মাস আগে লোকসভা নির্বাচনে দিল্লিতে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস এবং আপ। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলটির সাতটি আসনেই বিজেপি জিতেছিল। তার পরেই ‘ইন্ডিয়া’র দুই সহযোগীর বিচ্ছেদ হয়ে গিয়েছে। দিল্লির পড়শি হরিয়ানায় লোকসভা ভোটে জোট বেঁধে লড়লেও সেপ্টেম্বরের বিধানসভা ভোটে দু’দল আলাদা ভাবে লড়েছিল। এরপরেই যেভাবে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস সরাসরি কেজরিওয়ালকে আক্রমণ করছে, সেটা মেনে নিতে নারাজ আপ। সূত্রের খবর, ক্ষুব্ধ আপ এবার চাইছে ইন্ডিয়া জোট থেকে পুরোপুরি কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলিকে নিয়ে একটি জোট গঠন করতে। যা নিয়ে অন্য দলগুলির সঙ্গে আলোচনা চায় তারা।

সূত্র : ইন্ডিয়া টুডে

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status