বিবিধ
রিহাব মেলায় শেল্টেক্ দিচ্ছে ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার!
(৩ সপ্তাহ আগে) ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:০১ পূর্বাহ্ন
এবারের রিহাব মেলায় দেশের স্বনামধন্য হাউজিং প্রতিষ্ঠান শেল্টেক্ ৫০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক বিক্রয়যোগ্য প্রকল্প নিয়ে এসেছে। এই মেলা ২৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (BICC) অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় শেলটেক ৩৫০টিরও বেশি বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট প্রদর্শন করছে। শেলটেকের স্টলে (স্টল নং ২) গ্রাহকরা স্পট বুকিংয়ের মাধ্যমে মেলা উপলক্ষ্যে বিশেষ অফারের সুবিধা নিতে পারবেন, যার মধ্যে রয়েছে আইফোন অথবা প্লে স্টেশন ৫ (PS5) জেতার সুযোগ এবং ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার
জলসিঁড়ি প্রকল্প, উত্তরা, বনানী, বসুন্ধরা আবাসিক এলাকা, আদাবর, মগবাজার, মালিবাগ, মধ্যবাড্ডা, ইস্কাটন, গেন্ডারিয়া, স্বামীবাগ, ধানমন্ডি আবাসিক এলাকা, পশ্চিম ধানমন্ডি, কাঠালবাগান, রায়ের বাজার এবং পশ্চিম রামপুরাসহ বিভিন্ন এলাকায় শেলটেকের নতুন আবাসন প্রকল্পগুলো গড়ে উঠছে। এসব প্রকল্পে ৯৭১ থেকে ২৮০১ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া আসাদ এভিনিউ, মালিবাগ, সাতমসজিদ রোড, তেজগাঁও, কাকরাইল ও মিরপুর রোডে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক প্রকল্প আছে।
শেল্টেক্ ইতিমধ্যে জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২, ১৩, ১৬ ও ১৭ নং সেক্টরে শেল্টেক্ আস্থা ও শেল্টেক্ অবকাশ নীড়সহ ২০টির বেশি প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে। সেখানে ১৬০টির বেশি অ্যাপার্টমেন্ট থাকবে। প্রত্যেকটি প্রকল্পের জন্য ৫ কাঠা জায়গা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৪৮ শতাংশ জায়গা খোলা রাখা হয়েছে। প্রতিটি অ্যাপার্টমেন্টের আকার হবে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ বর্গফুট। প্রতিটি প্রকল্পে অভ্যর্থনা, লাউঞ্জ ও কমিউনিটি রুমসহ বিভিন্ন সুযোগ–সুবিধা থাকবে।
শেল্টেক্ (প্রা.) লিমিটেডের নির্বাহী পরিচালক, মো. শরীফ হোসেন ভূঁইয়া বলেন, যাত্রা শুরুর পর থেকেই শেল্টেক্ দেশের অ্যাপার্টমেন্ট সংস্কৃতিকে উদ্বুদ্ধ করেছে। শেল্টেক্ প্রায় ৩৭ বছর ধরে নাগরিক সুবিধাসম্পন্ন পরিবেশবান্ধব আবাসিক প্রকল্প নির্মাণের মাধ্যমে আধুনিক ঢাকা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । ১৯৮৮ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান এখন পর্যন্ত ৪ হাজার ১০০টির বেশি অ্যাপার্টমেন্ট গ্রাহকদের বুঝিয়ে দিয়েছে। শেল্টেক্ এবারের রিহাব মেলায় ২ নং স্টলে ৩৫০টির বেশি বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট প্রদর্শন করছে ।
আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশনের আইএসও (৯০০১: ২০১৫) সনদপ্রাপ্ত বাংলাদেশের শীর্ষ আবাসন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম শেল্টেক্। (বিজ্ঞপ্তি)