বিবিধ
‘সব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করব’
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৯:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩২ অপরাহ্ন
খানেপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহীফল সম্পন্ন হয়েছে। দুই দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন প্রধান অতিথী ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দাকার আবু আশফাক এবং প্রথম দিন বিশিষ্ট প্রবাসী ব্যাবসায়ী ও সমাজ সেবক মো. আইয়ুব হোসেন চুন্নু মিয়া। প্রধান অতিথীর বক্তৃতায় খন্দকার আবু আশফাক বলেন, বিএনপি সব সময় ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকে, আগামীতেও থাকবে। বিএনপি ক্ষমতায় আসলে দোহার -নবাবগঞ্জের সব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্তক সহযোগিতা করব। গতকাল খানেপুর তাফসীর মাহফিলে খন্দাকার আবু আশফাক এসব কথা বলেন। মাহফিল আয়োজক কমিটির সভাপতি শেখ আনসার আলী মাদবরের সভাপতিত্বে এবং মাদরাসার পরিচালক রাশিম মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু মোল্লা, সহসভাপতি মাসুদ খন্দকার, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মানবাধিকার বিষয়ক সম্পাদক রায়আন ইসলাম রাজু, নয়নশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীনূর ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা প্রমুখ।
দুই দিন ব্যাপী আয়োজিত তাফসীর মাহফিলে প্রথম দিন মাহফিল আয়োজক কমিটির সভাপতি আফসার উদ্দিনের সভাপতিত্বে উদ্ভোধক ছিলেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আবুল হোসেন খন্দকার এবং প্রধাণ অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক মো. আইয়ুব হোসেন চুন্নু মিয়া। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন ড. আল্লামা ড. শহীদুল ইসলাম বারাকাতী এবং বিশেষ বক্তা ছিলেন মাওলানা বেলাল হোসাইন হেলালী। দ্বিতীয় দিন প্রধান বক্তা ছিলেন মুফাসসিরে কুরআন মাওলানা মুফতি খাদেমুল ইসলাম নাটোরী এবং বিশেষ বক্তা ছিলেন মাওলানা এম হাবিবুর রহমান ও ক্বারী আব্দুল ওয়াহাব দোহারী। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান এই সময় টিকে থাকতে হলে মুনলমানদের প্রচুর জ্ঞানার্জন করতে হবে। মানবর্তার কল্যাণে আরও বেশি বেশি কাজ করতে হবে। প্রধান অতিথী আইয়ুব হোসেন চুন্নু মিয়া মাদ্রাসার দি¦তীয় তলার ভবনের অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
এর আগে সকালে খানেপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়েছে। এছাড়া, পূর্ন বছর উপস্থিত থাকা ২৫ জনকে ও ৫ম শ্রেণীর বিদায়ী ১০ জনকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুল বারেক ভূইয়া, মাদরাসার সহকারী শিক্ষক মুফতি কবির হোসেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।