ভারত
বিশেষ টিম তৈরি করে দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের খোঁজা শুরু হয়েছে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১৫ অপরাহ্ন
অবৈধ বাংলাদেশিদের খুঁজতে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের বিশেষ টিম তৈরি করা হয়েছে। বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, দিল্লিতে বৈধ কাগজপত্র ছাড়া যে বাংলাদেশিরা রয়েছেন তাদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। বাংলাদেশে তাদের ফেরত পাঠানো হবে বলেও জানা গেছে। ভারতের নানা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করা শুরু হয়েছে। মহারাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী ফডনবিশ। আর আটক বাংলাদেশিদের রাখার জন্য ডিটেনশন সেন্টার তৈরিরও কাজ শুরু হয়েছে।
দিল্লি পুলিশের সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, অবৈধ বাংলাদেশিদের খোঁজে বিশেষ অভিযান শুরু হয়েছে দিল্লি জুড়ে। সন্দেহভাজন ১৭৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছে থাকা নথি ভালো করে চেক করা হচ্ছে। এরপরেই আইনি ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে।
দিল্লি এবং মুম্বইয়ের মতো শহরগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পরিচয় গোপন করে থাকছে বলে গত কয়েক মাস ধরেই সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। এ বারে দিল্লির সরকারি স্কুলগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি পুর নিগম। পাশাপাশি অবৈধ বাংলাদেশিদের সন্তানদের যাতে জন্মের শংসাপত্র না দেওয়া হয়, সেই নির্দেশিকাও জারি করা হয়েছে।
উল্লেখ্য, দিল্লি ও মহারাষ্টে এর আগে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বাঙালিদের উপরে নানা হেনস্থার অভিযোগ উঠেছে। দিন কয়েক আগেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে এক ব্যক্তিকে চিহ্নিত করে আটক করেছে গাজিয়াবাদ পুলিশ। তাঁর পরিবারের দাবি, তাঁরা অন্তত পঞ্চাশ বছর ধরে মালদহের বাসিন্দা। সেই সংক্রান্ত কাগজপত্রও রয়েছে। তার পরেও বাংলাভাষী বলেই এই হেনস্থা। গত এক দশকে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের হেনস্থার অভিযোগ একাধিকবার উঠেছে বিজেপি-শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে। দিল্লি এবং মুম্বইয়ে সরকারি ভাবে নেয়া সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ থেকে সেখানে কাজ করতে যাওয়া বহু বাঙালি হেনস্থার শিকার হবেন বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি।
ভারতের পাখা গজিয়েছে মরিবার তরে
সবার আগে হাসিনাকে ধরুক। সে তো প্রকাশ্য অবৈধ।
কালক্ষেপণ না করে বাংলাদেশের ৬৪টি জেলার সমস্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারী ইন্ডিয়ানদের গ্ৰেফতার এবং তাদের আশ্রয়দাতাদেরকেও আইনের আওতায় এনে সকল নাগরিক সুবিধা বন্ধ করে দেয়ার কঠোর আইন প্রণয়ন করা হোক। সেই সাথে সন্ধানদাতাকে পুরস্কার প্রদানের ঘোষনা দিলে অভিযান শতভাগ সফল হবে।
জানোয়ারের দেশ ভারতকে সারা বিশ্ব বয়কট করা উচিৎ
যারা নিজের দেশ ছেড়ে অবৈধ ভাবে গোমূত্র পানকারী দের দেশে পরে আছে তাদের ধরে জেল এ ঢুকিয়ে দিক। হাসিনা ও তো অবৈধ. পাসপোর্ট ভিসা নাই ।
একটি বৃহত্তর ফ্যাসিস্ট দেশের পাশে থাকাতে বাংলাদেশের উচিত পারণবিক অস্ত্র তৈয়ার করতে মনোনিবেশ করা।
অবৈধ বাংলাদেশি "হাসিনা" কে রেখে আবার কিসের খোঁজাখুঁজি?
বাংলাদেশে কেন নয়, ভারতীয় সহ যত দেশের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে আছে তাদের আটক করতে হবে, আইনগত ব্যবস্থা নিতে হবে,
বাংলাদেশ ও বিশেষ টিম গঠন করে অবৈধ ভারতীয়দের খোঁজা উচিত!
দারুণ চোর পুলিশ খেলা হবে, আপনারা আমাদের খুঁজুন আর আমরা মোদীদের......