ভারত
ট্রাম্পের জয়লাভের পর ফের আলোচনায় কলকাতার ট্রাম্প টাওয়ার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
ভারতে ডনাল্ড ট্রাম্পের আবাসন ব্যবসা ক্রমশ ডানা ছাড়াচ্ছে। আর এই ব্যবসার কাজ দেখতে জুনিয়র ট্রাম্প আগামী বছরের প্রথমার্ধেই ভারত সফরে আসছেন। মুম্বাই, পুণে ও গুরগ্রামের পর ব্যাঙ্গালুরু, নয়ডা ও হায়দরাবাদে টাওয়ার তৈরির কাজে নেমে পড়েছে ট্রাম্পের কোম্পানি। ট্রাম্পের কোম্পানি ভারতে প্রথম পা রাখে ২০১২ সালে। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে দ্বিতীয় দফায় জয়লাভের পর যুক্তরাষ্ট্রের বাইরে ভারতই হতে চলেছে ট্রাম্পের কোম্পানির আবাসন ব্যবসার বৃহৎ বাজার। প্রায় ১৫ হাজার কোটি রুপির ব্যবসা হবে ভারত থেকে।
কলকাতাতেও বেশ কয়েকবছর আগে শুরু হয় বিলাসবহুল ট্রাম্প টাওয়ার তৈরির কাজ। ২০১৮ সালে জুনিয়র ট্রাম্প এই টাওয়ার উদ্বোধন করতে কলকাতায় এসেছিলেন। কিন্তু কলকাতা পুরসভার সঙ্গে সম্পত্তি কর বিবাদে আটকে রয়েছে চূড়ান্ত কাজ। ট্রাম্প টাওয়ারের ডেভেলপারদের আবাসনের নিকাশির সংযোগ(ড্রেনেজ কানেকশন) দিতে আপত্তি করেছে পুরসভা। পুরসভা জানিয়েছে, ১৫ কোটি রুপি সম্পত্তি কর বাকি রয়েছে। সেই অর্থ না দেওয়া পর্যন্ত আবাসনের নকশা পুনরায় নবীকরণ করা হবে না। কিন্তু ডেভেলপারদের দাবি, পুরসভার দাবি অযৌক্তিক। তারা নির্ধারিত নিষ্কাশি উন্নয়ন করও দিয়েছেন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে আইনি লড়াই।
কলকাতায় ট্রাম্প টাওয়ার তৈরির কাজ হাতে নেয়া হয়েছিল মুম্বায়ের পরই। ইস্টার্ণ মেট্রোপলিটন বাইপাসে (ইএম বাইপাস) সায়েন্স সিটির কাছে ৩০ কাঠা জমির উপর ৩.৮ লক্ষ বর্গফুট আয়তনের ৩৯ তলার এই অত্যাধুনিক আবাসনের কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। মোট ১৩৭টি তিন, চার ও পাঁচ রুম বিশিষ্ট এই ফ্ল্যাটগুলির দাম তিন কোটি ৯২ লক্ষ থেকে পাঁচ কোটি ৬৭ লক্ষ রুপির মধ্যে। কিন্তু বাড়ি তৈরির কাজ শেষ হলেও নিষ্কাশির সংযোগের অনুমতি না পাওয়ায় ফ্ল্যাট মালিকদের হাতে তুলে দেয়া যাচ্ছে না ফ্ল্যাটগুলি। ফ্ল্যাট হস্তান্তরের কাজ অনেকটা পিছিয়ে রয়েছে।
আমাদের এখানে কখন শুরু হবে। জুনিয়র ট্রাম্প এদেশে আবাসন প্রকল্প শুরু করতেই পারেন।