বিনোদন
হলিউডে চোখ শাকিবের
স্টাফ রিপোর্টার
৩১ জুলাই ২০২২, রবিবার
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। পশ্চিমবঙ্গের দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন। এবার কিং খানের চোখ হলিউডে। সেই লক্ষ্যে এগোচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় এক অনুষ্ঠানে এমনটাই জানালেন তিনি।
ওই অনুষ্ঠানে উপস্থাপক শাকিবকে প্রশ্ন করেন, আপনি যদি কখনো হলিউডে কাজ করেন তাহলে কোন চরিত্রে অভিনয় করবেন? উত্তর তিনি বলেন, সবে তো পা রাখলাম এখানে (যুক্তরাষ্ট্রে)। পাশে এক সুন্দরী বসিয়েছি। সময় দিন। বাংলাদেশি বংশোদ্ভূত অনেকে কিন্তু হলিউডের অনেক বিখ্যাত সিনেমায় টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন। খুব বেশিদিন হয়নি যে, এশিয়ানরা
হলিউডের মেইনস্ট্রিমের সিনেমায় কাজ করছেন। যারা কাজ করছেন তারা প্রত্যেকে সাকসেসফুল।
পাঠকের মতামত
Best of luck Shakib Khan. Once you get chance i hope you can do it nicely.