ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

বাংলাদেশ চেম্বারের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার

(১ মাস আগে) ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৭:১৪ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিসিআই বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিআই-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। পরে নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী সভাপতির অনুমতিক্রমে সভার কার্যক্রম পরিচালনা করেন বিসিআই-এর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন এনডিসি। বিগত ৩৭তম সাধারণ সভার কার্যবিবরনী অনুমোদন করা হয়। এরপর বিবিধ এজেন্ডাতে উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিসিআই-এর সদস্য ওবায়দুর রহমান, বিএসআরএম-এর প্রতিনিধি সৌমিত্র কুমার মুৎসুদ্দি, ভিসতা ইলেক্ট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, আল-বাকারা হোল্ডিং লি. এর চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও বিসিআই নবনির্বাচিত পরিচালক আহসান খান চেীধুরী, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান, মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিসিআই এর সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল ও মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং বিসিআই এর সাবেক উর্দ্ধতন সহ-সভাপতি মেজর জেনারেল (অব.) এসএম শাহাবউদ্দিন।

বিসিআই সভাপতি বলেন, আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থন নিয়ে বিসিআই তার সদস্যদের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের একক ও একমাত্র জাতীয় শিল্প চেম্বার হিসেবে বিসিআই দেশের সকল প্রকার শিল্পের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য কাজ করে চলেছে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শিল্পের সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন মহলের সাথে কাজ করে চলেছে। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য যারা সেবা দেবেন তাদের ব্যবসায়িদের সমস্যাগুলো বুঝতে হবে, তাদেরকে আমাদের অবহিত করনের মাধ্যমে বুঝাতে হবে। পলিসি লেভেলে যারা আছেন তাদের নিকট ব্যবসায়ীদের সমস্যা সম্মিলিতভাবে তুলে ধরে, এ ধরনের সমস্যার ফলে ব্যবসা ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়ছে তা তাদের নিকট বোধগম্য করতে হবে। তারা যদি ব্যবসায়ীদের সমস্যাগুলো বুঝতে পারেন তবে তা সমাধানে উদ্যোগী হবেন এ লক্ষ্য নিয়ে সকল চেম্বার ও এসোসিয়েশনকে তাদের প্রস্তাবনা তুলে ধরার জন্য অনুরোধ জানান ও বিসিআই এর কর্মকাণ্ডকে সমর্থন করার অনুরোধ জনান।

এর আগে সভার শুরুতে বিসিআই এর মরহুম সদস্যের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সাম্প্রতি মৃত্যুবরণকারী পরিচালক রোটারিয়ান ইঞ্জি. মো. মোহাব্বত উল্লাহ ও সাবেক উর্দ্ধতন সহ-সভাপতি মো. শামসুর রহমান এর মৃত্বুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের আত্মার শান্তি কামনা ও মহান মুক্তিযুদ্ধে নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status