ভারত
ভারতে ভিক্ষাবৃত্তি রোধে অভিনব ব্যবস্থা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৫:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন
ভারতে ভিক্ষাবৃত্তি রোধে অভিনব ব্যবস্থা চালু হচ্ছে। পাইলট প্রজেক্ট হিসেবে মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে ভিক্ষুক মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে ইন্দোরে ভিক্ষুককে ভিক্ষা দিলে আইনি ব্যবস্থার যাতাকলে পড়তে হবে যিনি ভিক্ষা দিচ্ছেন তাকে। এমনকি তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করা হতে পারে। ইন্দোরের জেলা প্রশাসন জানিয়েছে, ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রলায়ের বৃহত্তর উদ্যোগ হিসেবে ইন্দোরকে ভিক্ষুক মুক্ত করতে এই শাস্তির ব্যবস্থা চালু করা হচ্ছে।
ভারত সরকারের উদ্যোগেই ভিক্ষাবৃত্তি মুক্ত ভারত প্রকল্পে দেশের দশটি শহরকে ভিক্ষুক মুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ইন্দোরের জেলা প্রশাসক সাংবাদিকদের বলেছেন, ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে সচেতনতা অভিযান চলছে। তিনি শহরের মানুষের কাছে আবেদন জানিয়ে বলেছেন, ভিক্ষুককে ভিক্ষা দিয়ে এই পাপ কাজের সঙ্গে নিজেকে সম্পৃত্ত করবেন না।
জানা গেছে, ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার নাগরিক সুরক্ষা আইনে ভিক্ষাকে নিষিদ্ধ করে নির্দেশ জারি করা হয়েছে। ইন্দোরের প্রশাসক জানিয়েছেন, ইতোমধ্যেই ইন্দোরের বেশ কিছু ভিক্ষুককে উদ্ধার করে বিভিন্ন আস্তানায় রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে তিনি জানান, একটি সংগঠিত চক্রও ভিক্ষাবৃদ্ধির ক্ষেত্রে সক্রিয় রয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত কয়েক মাসে যে সব ভিক্ষুককে রাস্তা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, জানা গেছে এরা আদৌ ভিক্ষুক নয়। এদের অনেকের জমিজমা রয়েছে অনেকের ব্যাংকে লক্ষাধিক রুপির বেশি সঞ্চয় রয়েছে ।
তবে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টও ২০২১ সালে এক মামলায় ভিক্ষাবৃত্তিকে নিষিদ্ধ করতে অস্বীকার করেছে। আদালতের পর্যবেক্ষন ছিল, এটি একটি আর্থ-সামাজিক সমস্যা। শিক্ষা ও কর্মসংস্থানের অভাবেই মানুষ পেট চালাতে ভিক্ষা করতে বাধ্য হন।