ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

ভারত

উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে বিদেশিদের প্রবেশে নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৪ সপ্তাহ আগে) ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে অনুপ্রবেশের কারণে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের প্রেক্ষিতে ভারতের উত্তর-পূর্বের তিনটি রাজ্যে বিদেশিদের প্রবেশ ও গতিবিধির ওপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরামে ১৪ বছর পর ফের আবার প্রোটেকটেড এরিয়া রেজিম আইন পরিবর্তন করা হয়েছে। বলা হয়েছে, এখন থেকে এই তিনটি রাজ্যে সফরের ক্ষেত্রে বিদেশিদের সরকারের কাছ থেকে আগে থেকে অনুমতি এবং বিশেষ পারমিট নিতে হবে। ২০১০ সালে এই আইনটি শিথিল করা হয়েছিল পর্যটনের দিকে লক্ষ্য রেখে। তবে এবার নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে সেই আইনকে পুনরায় তিন রাজ্যের সর্বত্র কার্যকর করা হল। ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এই আইন বলবৎ থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় সংরক্ষিত এলাকায় সফরের বিশেষ কোনও কারণ ছাড়া বিদেশিদের নিরুৎসাহিত করা হচ্ছে। গত মঙ্গলবারই তিন রাজ্যের মুখ্য সচিবদের কাছে চিঠি লিখে এই আইন পরিবর্তন হওয়ার কথা জানানো হয়েছে।

মণিপুর সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনটি রাজ্যেই প্রটেকটেড এরিয়া রেজিম আইন পুনরায় চালু করা হয়েছে। ফলে এখন থেকে মণিপুর সফররত বিদেশিদের গতিবিধির ওপর নজর রাখা হবে। সেই সঙ্গে তাদের অনুমতি ও পারমিট নিতে হবে।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status