ভারত
আম্বেদকারকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে ভারতের সংসদে তুলকালাম, হাতাহাতি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৪ সপ্তাহ আগে) ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
ভারতের সংবিধান প্রণেতা এ বি আম্বেদকারকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যকে ঘিরে বৃহস্পতিবারও সংসদে তুলকালাম কাণ্ড ঘটে। সরকার ও বিরোধীপক্ষের সংঘাত পরিণত হয় সংঘর্ষে। অভিযোগ, আহত হয়েছেন এক বিজেপি সাংসদ।
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, ‘এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকার, আম্বেদকার, আম্বেদকার, আম্বেদকার। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’
বুধবার থেকেই শাহের বিরুদ্ধে আম্বেদকার অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেসসহ বিরোধীরা। অমিত শাহের ক্ষমা প্রার্থনা এবং পদত্যাগ দাবি করা হয়েছে।
বুধবারের মতো বৃহস্পতিবারও সংসদ উত্তাল হয়। সংসদের বাইরে ও ভেতরে সরব হন বিরোধীরা। অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার ওম প্রকাশ বিড়লা। এমন পরিস্থিতিতে সংসদের প্রবেশদ্বারে সংসদদের মধ্যে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্বয়ং এক বিজেপি সাংসকে ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেন বিজেপি সাংসদরা।
তবে রাহুল গান্ধী পাল্টা অভিযোগ করেন, কংগ্রেস সংসদদেরই ধাক্কা দেওয়া হয়েছিল। কংগ্রেসসহ বিরোধী দলের মাংসদরা এদিন নীল রঙের জামা ও শাড়ি পরে প্রতিবাদ দিচ্ছিল করেন সংসদ প্রাঙ্গণে। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দেয়া হয়েছে।
এদিকে আম্বেদকারের নাতি প্রকাশ আম্বেদকার অভিযোগ করে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আম্বেদকারকে নিয়ে মন্তব্য আসলে বিজেপির সেই পুরনো মানসিকতারই প্রতিফলন।
যেখানে শেখ হাসিনা থাকবে, সেখানে এগুলোই হবে। হা হা হা