অর্থ-বাণিজ্য
মুসলিম এইড ইউকে-বাংলাদেশ (MABCO)-এর নলেজ শেয়ারিং ওয়ার্কশপ সম্পন্ন
(১ মাস আগে) ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৮ অপরাহ্ন
হোটেল বেঙ্গল ব্ল, গুলশান-২ এ মুসলিম এইড ইউকে-বাংলাদেশ (MABCO) তার Making Markets Work for Youths (M4Y) প্রজেক্টের আওতায় -এ একটি নলেজ শেয়ারিং ওয়ার্কশপ আয়োজন করে । উক্ত ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ি, Business Development Services (BDS) providers এবং সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তের সরকারি কর্মকর্তাগন । তারা প্রজেক্টের বিভিন্নগুরুত্বপূর্ন্য অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচান করেন ।
M4Y প্রকল্প, যা মুসলিম এইড ইউকে এর অর্থায়ানে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের মূল্য লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ি, এবং এর সাথে সংশ্লিষ্ট শ্রমিকদের অবস্থার উন্নতি করা । এছাড়া সক্ষমতা তৈরি , কর্মপরিবেশ উন্নয়ন , টেকসই উন্নয়ন সাধন করা ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Dr. Zareen Khair, Country Director, Muslim Aid UK-Bangladesh Office (MABCO), Dr. Fadia Sultana,Head of program, MABCO, Abu Hena Mozaharul Islam. Program Manager, Livelihood, MABCO, Md. Ferdous Bhuiyan, Project Manager, M4Y, MABCO, Shahanaz Begum, Additional Deputy Director, Crops Wing, DAE, Khamarbari, Dhaka, Md. Salauddin, Deputy Director, Planning, Project implementation and ICT Wing, DAE, khamarbari, Dhaka, Md. Nozir Ahmed Miah, Deputy Director (Audit) BSTI, Md Jahangir Alam, Sub assistant officer, Senior Upazilla Fisheries Officer, Anowara, Chattogram.
অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে তাঁদের অভিজ্ঞতা ব্যক্ত করেন । অনুষ্ঠানটি সম্ভাব্য কার্যক্রম ও অংশীদারিত্বের জন্য কার্যকর সুপারিশসহ সমাপ্ত হয়, যা টেকসই বাজার উন্নয়নে BDS প্রদানকারীদের ভূমিকা আরও মজবুত করবে। - বিজ্ঞপ্তি