ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

প্রশান্তকিশোর নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন আজই, কংগ্রেস - তৃণমূল শেষ আশা ছাড়েনি

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ২ মে ২০২২, সোমবার, ১১:০৮ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর দিনই তিনি বলেছিলেন, আর আইপাক নয়. ভোটে স্ট্রাটেজি নয়। এবার তিনি অন্যপথে হাঁটবেন। রটে যায় প্রশান্তকিশোর তৃণমূলে যোগ দিচ্ছেন এবং রাজ্যসভার সাংসদ হচ্ছেন। বাস্তবে তা হয়নি। এরপর প্রশান্তকিশোরের সঙ্গে সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর কথা হয়। তিনি কংগ্রেস এ যোগ দেবেন তা একপ্রকার নিশ্চিত হয়।  প্রশান্তকিশোর এর দুহাজার চব্বিশের ব্লু প্রিন্ট সোনিয়ার পছন্দ হয়। তিনি এমপাওয়ার্ড গ্রুপ গড়েন এই বিষয় নিয়ে। প্রশান্ত কিশোর বুঝতে পারেন যে কংগ্রেসে তিনি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন না। টুইট করে জানান, তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না।

বিজ্ঞাপন
এরই মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় এর ঘোষণা -- প্রশান্তকিশোর তৃণমূলের সঙ্গে যুক্ত আছে -- বিভ্রান্তি ছড়ায়। এরপরই প্রশান্ত কিশোর জানিয়ে দেন আজ সোমবার তিনি তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ঘোষণা করবেন। সেই দিকে তাকিয়ে এখন দেশ।  কংগ্রেস ও তৃণমূল অবশ্য এখন ও আশা ছাড়েনি। কংগ্রেস জানিয়েছে, প্রশান্তকিশোরের সঙ্গে আলোচনার দরজা এখনও খোলা আছে। এরই মধ্যে জানা গেছে যে প্রশান্তকিশোর নিজে নতুন দল গড়ে দুহাজার চব্বিশের নির্বাচনে লড়তে চান। সেই ঘোষণা বোধহয় আজই।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status