ভারত
কলকাতায় ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তারা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১০ অপরাহ্ন
বাংলাদেশের পাশাপাশি ভারতেও দেশটির সেনাবাহিনী সসম্মানে বিজয় দিবস পালন করছে। এই উপলক্ষে কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে সোমবার সকাল থেকেই বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন সকাল সোয়া ৭টায় ফোর্ট উইলিয়ামের গেটে বিজয় স্মারক স্মৃতিসৌধে ভারতের সেনাদের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এই উপলক্ষে বাংলাদেশ যেকে আমন্ত্রিত অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমানের নেতৃত্বে ১৭ জন প্রতিনিধি তিন দিনের সফরে রবিবার কলকাতায় এসেছেন। বাংলাদেশের প্রতিনিধিরা প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ যুদ্ধে অংশ নেওয়া ভারতের ওয়ার ভেটারেনদের সঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণ করবেন। এছাড়াও মিলিটারি ট্যাটু প্রদর্শনী প্রত্যক্ষ করবেন। সাংবাদিকদের সঙ্গেও তাদের মতবিনিময় করার কথা ।
বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ৭ জন মুক্তিযোদ্ধা ও বর্তমানে কর্মরত দুজনসহ তাদের স্ত্রীরা।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন, মেজর মোহাম্মদ বদরুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা ফেরদৌস, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির, ও তার স্ত্রী আয়েশা ইয়াসমিন, কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির(অব), ও তার স্ত্রী খালেদা মরিয়ম। মেজর মোহাম্মদ আলী (অব.) ও তার স্ত্রী আনোয়ারা বেগম। আরও রয়েছেন, মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী, (অব.) ও তার স্ত্রী রোকেয়া রহমান, মেজর জেনারেল একে মোহাম্মদ আলী শিকদার, (অব) ও তার স্ত্রী আসমা ইয়াসমিন, মেজর এবিএম নুরুল আলম (অব.) ও তার স্ত্রী ফেরদৌসি বেগম, কমডোর ওয়াহেদ চৌধুরী(অব) ও তার স্ত্রী সাবেরা ওয়াহেদ চৌধুরী।