অর্থ-বাণিজ্য
ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ
অর্থনৈতিক রিপোর্টার
(১ মাস আগে) ১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৮:১৮ অপরাহ্ন
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি হয়েছেন ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ। একই সঙ্গে রাজীব এইচ চৌধুরী ও মো. সালিম সোলায়মান যথাক্রমে ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি হয়েছেন।
ডিসিসিআই অডিটরিয়ামে ১৫ ডিসেম্বর ঢাকা চেম্বারের ৬৩তম বার্ষিক সাধারণ সভায় তাসকীন আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়। ঢাকা চেম্বারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ডিসিসিআইয়ের নবনির্বাচিত অন্য পরিচালকেরা হলেন- এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম এবং সালমান বিন রশিদ শাহ সায়েম।
ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান। তিনি ১৯৯৯ সালে তার পারিবারিক ব্যবসায় যোগ দেন। তিনি গ্রুপের বেশ কয়েকটি ব্যবসায়িক ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি, বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বিএএএমএ) ঊর্ধ্বতন সহসভাপতি এবং ঢাকা চেম্বারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত ঊর্ধ্বতন সহসভাপতি রাজীব এইচ চৌধুরী ডিফেন্স ডায়নামিক্স এন্টারপ্রাইজ, আর্কো কোল্ড স্টোরেজ, ওয়াচেস ওয়ার্ল্ড এবং মাইক্রোসেক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। এই প্রতিষ্ঠানগুলো বাণিজ্য, খুচরা বিক্রি, সরকারি ও প্রতিরক্ষা খাতে ইন্ডেন্টিং, হিমাগার, তথ্যপ্রযুক্তি এবং সফটওয়্যার উন্নয়ন খাতসংশ্লিষ্ট ব্যবসায় যুক্ত।
এ ছাড়া নতুন সহসভাপতি মো. সালিম সোলায়মান ম্যাসনস পলিমার করপোরেশন, লালবাগ মেটাল ইন্ডাস্ট্রিজ ও চ্যাম্পিয়ন অ্যান্ড ম্যাসনসে ব্যবস্থাপনা পরিচালক এবং স্যামসন্স করপোরেশনের স্বত্বাধিকারী। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ক্রয়–বিক্রয়, আমদানি ও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিশেষ করে পেট্রোকেমিক্যাল, রাবার কেমিক্যাল, খাদ্যপণ্য, ধাতব শিল্প ও দেশীয় বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত।